রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০৫:১০:৩৭

মুশফিক বাহিনীর অস্তিত্ব এখন হুমকির মুখে

মুশফিক বাহিনীর অস্তিত্ব এখন হুমকির মুখে

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে তিন ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের চারে নেমে আসে ঢাকা ডায়নামাইটস। তবে ঘরের মাটিতে টানা দুই ম্যাচ জিতে আবার শীর্ষে ফিরল সাকিব আল হাসানের দল। আজ বরিশালকে উইকেট হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল ঢাকা।

আর সাগরিকার পাড়ে টানা তিন ম্যাচ হারার পর ঢাকাতেও দুই ম্যাচ হেরে টুর্নামেন্টে মুশফিক বাহিনীর অস্তিত্ব এখন হুমকির মুখে। নয় ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেল বরিশাল। বরিশালের দেয়া ১৩৩ রানের জবাবে চার বল হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা।

ব্যাটিংয়ে নেমে আজ ঢাকার শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন মারুফ। এরপর সাকিব-সাঙ্গার ৫১ রানের জুটিতে জয়ের পথেই থাকে ঢাকা। নবম ওভারে তাইজুলের দ্বিতীয় শিকার হন সাঙ্গাকারা। ৩২ রান করেন এই লংকান গ্রেট। দলের রান তখন ৫৩।

পরের ওভারে সাকিবকে বিদায় করেন এনামুল হক। ২১ বলে দুটি চারের সাহায্যে ২২ রান করেন সাকিব। এরপর জুটি গড়েন নাসির হোসেন-সৈকত জুটি থেকে আসে ৫৫ রান। মূলত এই জুটিই ঢাকার জয় নিশ্চিত করে দেয়।

দলীয় ১১৩ রানে নাসিরের আউটের পর ১৯তম ওভারে সৈকত ও প্রসন্নর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ঢাকা। তবে শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে সব উত্তেজনায় পানি ঢেলে দেন ডোয়াইন ব্রাভো। ২৯ বলে ৩৪ রান করেন নাসির। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৩২ রান করে বরিশাল।
২৭ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে