সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৮:৪১:২৯

সেমি-ফাইনালে যাওয়ার জন্য বরিশালের রয়েছে শেষ বারের মত এই সুযোগ

সেমি-ফাইনালে যাওয়ার জন্য বরিশালের রয়েছে শেষ বারের মত এই সুযোগ

স্পোর্টস ডেস্ক: মোট ৬টি আর টানা পাঁচটি ম্যাচ হেরে পুরোপুরি ব্যাকফুটে বরিশাল বুলস। নয়টি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র তিনটিতে। পয়েন্ট টেবিলে তারা আছে ষষ্ঠ অবস্থানে।

লিগ পর্বে তাদের বাকি রয়েছে তিনটি ম্যাচ। প্লে-অফ পর্বে উঠতে হলে মুশফিকুর রহিমদের তিনটি ম্যাচেই জয় পেতে হবে। সেমি-ফাইনালে যাওয়ার জন্য বরিশালের রয়েছে শেষ বারের মত এই সুযোগটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রবিবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে চার উইকেটে হেরে যায় বরিশাল বুলস। এদিন ম্যাচের পর দলের বিদেশি খেলোয়াড় ডাওইড মালান সংবাদ সম্মেলনে বলেন, শেষ চারে খেলতে হলে আমাদের বাকিসব ম্যাচেই জিততে হবে। পরের প্রত্যেকটি ম্যাচ আমাদের জন্য ‘ফাইনাল’। বাকি ম্যাচগুলো আমাদের ‘ফাইনাল’ মনে করে খেলতে হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের উইকেট একটু ভিন্ন ছিল। ওখানে আমরা ভালো করতে পারিনি। আমরা দল হিসেবে খেলতে পারছি না। কোনোদিন ব্যাটিং ভালো হচ্ছে না। আবার কোনোদিন বোলিং ভালো হচ্ছে না। তবে, আমাদের দলে যারা আছে সবাই আত্মবিশ্বাসী।

বরিশাল বুলসের পরবর্তী ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। আগামী ২৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর একটায়।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে