সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৯:১৯:০৭

বড় ধস নামলো মেসির বার্সায়

বড় ধস নামলো মেসির বার্সায়

স্পোর্টস ডেস্ক: মেসির বাসায় ধস নামলো। পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে গেলো দলটি। অ্যানোইটা স্টেডিয়ামে টানা ৮ ম্যাচ জয় বঞ্চিত বার্সেলোনা। গতকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মেসিরা। এই ড্রয়ের পর লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে শিরোপাধারীরা।

রিয়াল সোসিয়েদাদ নিজেদের মাঠে বরাবরই বার্সার বিপক্ষে দারুণ লড়াই করে। লিগের শেষ চারটি ম্যাচই জিতেছে তারা। গতকাল প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। মেসি-নেইমারদের প্রথম ৪৫ মিনিটে একদম খুঁজেই পাওয়া যায়নি।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে বার্সেলোনার রক্ষণের দুর্বলতায় এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় সোসিয়েদাদ। শুরু থেকে অনুজ্জ্বল মাসচেরানোকে ফাঁকি দিয়ে কার্লোস ভেলার শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। উঁচু হওয়া বলে জোরালো হেড করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়াম জোসে, গোললাইনে দাঁড়ানো পিকের পায়ে লেগে বল জালে ঢুকে যায়।

এরপরই মেসি-নেইমারের জুটির দেখা মেলে। দারুণ এক পাল্টা আক্রমণে ৫৯তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। বাঁ-দিক থেকে নেইমারের কোনাকুনি পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় লিগে নিজের নবম গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

এই ড্রয়ের পর ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩।

দিনের অন্য ম্যাচে ওসাসুনাকে ৩-০ গোলে হারানো অ্যাটলেটিকো মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ২৩ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদ পঞ্চম স্থানে উঠে এসেছে। এক ধাপ নিচে নেমে যাওয়া ভিয়ারিয়ালের পয়েন্ট ২২।
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে