সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৯:০৮:০৩

অবশেষে খুঁজে পাওয়া গেল ব্যাটসম্যান মিরাজকে

অবশেষে খুঁজে পাওয়া গেল ব্যাটসম্যান মিরাজকে

স্পোর্টস ডেস্ক: যুবাদের ক্রিকেটে দেশসেরা রান সংগ্রাহকদের একজন তিনি। নাজমুল হোসেন বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের সবোর্চ্চ স্কোররা নাজমুল হোসেন শান্ত (১৮২০) ও এরপর রয়েছেন এনামুল হক বিজয় (১৩২৬)। ১৩০৫ রান নিয়ে তালিকার তিন নম্বর নামটি মিরাজের।

অথচ এই কথাটি ভুলেই গেছিল তার দল রাজশাহী কিংস। বেশ কয়েকটি ম্যাচে দশ নম্বরে ব্যাটিং করতে হয়েছে মিরাজকে। অবশেষে খুঁজে পাওয়া গেল ব্যাটসম্যান মিরাজকে। মিরাজের ৩৩ বলে ৪১ ও ফরহাদ রেজার ৩২ বলে ৪৪ রানে ভর করে রংপুর রাইডার্সের বিপক্ষে ১২৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাজশাহী।

একটা সময় সমনে হচ্ছিল রাজশাহীর স্কোর আশিই পেরুবে না। কারণ ৪৩ রানেই ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল রাজশাহী। সেখান থেকে ফরহাদ-মিরাজের ৮৫ রানের জুটিতে বেশ ভালো অবস্থানে রয়েছে কিংসরা।

টস জিতে ব্যাটিং করতে নেমে শহীদ আফ্রিদি-আরাফাত সানি ঘূর্ণিতে পড়ে ৪৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসে রাজশাহী। সেখান থেকে দলকে টেনে তুলেন ফরহাদ রেজা ও মেহেদী মিরাজ। এই দুজনের অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করেছে রাজশাহী।

দলের তৃতীয় সবোর্চ্চ স্কোর সাব্বির রহমানের (১৬)। আরাফাত সানি তিনটি ও আফ্রিদি দুটি উইকেট নিয়েছেন।

আজ যেন স্ট্রোকের পসরা সাজিয়ে বসেছিলেন মিরাজ। ৩৩ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছয় মেরেছেন এই ব্যাটসম্যান। তার চেয়ে বড় কথা দলের বিপদে দারুণ ব্যাটিং করেছেন তিনি। অসাধারণ সব শট খেলে মুগ্ধ করেছেন সবাইকে।

বল হাতে ও তিনি এখন পরীক্ষিত আজ ব্যাট হাতেও দুর্দান্ত পরীক্ষা দিলেন এই অলরাউন্ডার। এই মিরাজকেই তো দেখতে চায় বাংলাদেশ।-সমকাল
২৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে