স্পোর্টস ডেস্ক : সব বাবাই নিজের ছেলেকে মনের মতো করে মানুষ করতে চান৷ চান ছেলে যেন তারই মতো হয়৷ চালচলন, আচার ব্যবহার, কথা বলার ভঙ্গি, মিল থাকে যেন সবকিছুতেই৷ আর ছেলে বড় হয়ে যদি বাবার পেশাকে অনুসরণ করে তা হলে তো আর কথাই নেই৷ সে জন্যই তো নামকরা ক্রিকেটারদের ছেলেকে আমরা ছোট থেকেই ব্যাট বা বল হাতে দেখি৷
এই তালিকার বাইরে নন ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ানও৷ সম্ভবত এখন থেকেই ছেলেকে ক্রিকেটার বানাতে চান তিনি৷ সে জন্য ট্রেনিং দিচ্ছেন এক বছরের ছেলে জোরাবরকে৷ নিজের ফেসবুক অ্যাকাউন্টে সম্প্রতি একটি ছোট ভিডিও আপলোড করেছেন ধাওয়ান৷ সেই ভিডিওয় দেখা যাচ্ছে বাবার সঙ্গে ‘শ্যাডো প্র্যাকটিস’ করছে জোরাবর৷ ধাওয়ান ছেলেকে দেখাচ্ছান কীভাবে পুল শর্ট মারতে হয়৷ এবং বাবাকে যতটা সম্ভব অনুকরণ করছে ছোট্ট শিশুটি৷
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি