বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ০৬:১৫:৫৯

যে কারণে সাংবাদিকদের ওপর রেগে গেলেন মিসবাহ

যে কারণে সাংবাদিকদের ওপর রেগে গেলেন মিসবাহ

স্পোটংস ডেস্ক: পাকিস্তানের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তার অধীনে র‌্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠেছে পাকিস্তান। তবে বয়স ৪০ পার হওয়ায় প্রায়ই মিসবাহ উল হককে প্রায় অবসর প্রশ্নের মুখোমুখি হতে হয়।

এই যেমন সম্প্রতি ৪২ বছর বয়সী মিসবাহকে ২০১৮ সাল পর্যন্ত চান বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। এরপরই পাকিস্তানি মিডিয়ায় গুঞ্জন উঠে আসছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর পরই ক্রিকেটকে বিদায় জানাবেন মিসবাহ। আর এমন খবরে সাংবাদিকদের ওপর বেশ রেগে গেলেন  পাকিস্তানের সাদা পোশাকের নিয়মিত এই দলপতি।

মিসবাহ জানান, ‘আমি পাকিস্তানের হয়ে আরও খেলতে চাই। কোনো নির্দিষ্ট সময় নিয়ে আমার চিন্তা নেই। যতদিন দল আমাকে চাইবে, আমি দলকে ভালো কিছু দিতে পারবো, ঠিক ততদিনই আমি নিজের খেলা চালিয়ে যাবো।

ক্রিকেট বোর্ডের বেধে দেওয়া সময় কিংবা তাদের অনুরোধ আমার খেলায় নিয়ে আসতে চাই না। এর পুরোটা আমার ফিটনেসের উপর নির্ভর করবে। ফিটনেসে ঘাটতি দেখা দিলে আমি নিজেই সরে দাঁড়াবো।’
০১- ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে