বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ০৮:১৩:১২

নারী কেলেঙ্কারিতে সাব্বির-আল আমিন, জরিমানা সাড়ে ২৬ লাখ টাকা

নারী কেলেঙ্কারিতে সাব্বির-আল আমিন, জরিমানা সাড়ে ২৬ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক: চলতি বিপিএলে নারী কেলেঙ্কারিতে জড়ালেন ক্রিকেটার সাব্বির রহমান, আল আমিন, জুপিটার ঘোষ  এবং ডোয়াইন ব্রাভো।

অবশ্য বিপিএল আয়োজক কমিটি ও বিসিবি ব্যাবস্থাপনা পরিষদ এই বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে। তাদেরকে জরিমানাও করেছে বিসিবি।

জানা গেছে, শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড ভাঙার কারণে সাব্বিরকে প্রায় ১৩ লাখ ও আল-আমিনকে সাড়ে ১২ লাখ টাকা। মোটা সাড়ে ২৬ টাকা জরিমানা করেছে বিসিবি আর রংপুরের অলরাউন্ডার জুপিটার ঘোষকে এ কারণে দল থেকে বহিষ্কার করেছে টিম ম্যানেজমেন্ট।

অপর দিকে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ঢাকা ডায়নামাইটসের ওয়েস্টইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভোও এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তবে খুজে দেখছে বিসিবি। দোষ প্রমাণ হলে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হতে পারে ব্রাভোকে।

উল্লেখ্য, কিছুদিন আগে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন উঠলেও সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের নারী কেলেঙ্কারির বিষয় এখন আলোচনায়। চলতি বিপিএলেেএসব ঘটনায় বিব্রত বিসিবি। তাই দেশি হোক বা বিদেশি হোক, কাউকেই ছাড় দিবে না দেশের ক্রিকেট সংস্থা।
০১- ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে