বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ১০:৪৪:২২

অবতরণের জন্য কাকুতিমিনতি করেছিলেন পাইলট

অবতরণের জন্য কাকুতিমিনতি করেছিলেন পাইলট

স্পোর্টস ডেস্ক : তেল শেষ, সেই সঙ্গে বিকল হয়ে পড়েছিল বৈদ্যুতিন ব্যবস্থাও। তাই‌ পাহাড়ের গায়ে আছড়ে পড়ার আগে বারবার বিমানবন্দরে নামার জন্য অনুরোধ করছিলেন কলম্বিয়ায় দুর্ঘটনাগ্রস্ত বিমানের চালক। ‌কিন্তু ওই সময় বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে অন্য একটি বিমান অবতরণ করছিল।

ফলে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তরফ থেকে লামিয়া এয়ারলাইন্সের অ্যাভ্রো আর জে ৮৫ বিমানটিকে সাত মিনিট অপেক্ষা করতে বলা হয়। তারপরেও চালক বারবার অনুরোধ করতে থাকেন। তাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে অন্য বিমানটিকে অপেক্ষা করতে বলা হয়। সেই ফাঁকে অভিশপ্ত বিমানটিকে নামার অনুমতি দেওয়া হয়েছিল। তবু শেষরক্ষা হয়নি। ৭৭ জন যাত্রী সহ ৯০০০ ফুট থেকে ওপর থেকে কলম্বিয়ার মেডেলিনের কাছে ভেঙে পড়ে বিমানটি।

শেষ মুহূর্তে বিমান চালক কেবল বলেন,‘‌ভেক্টরস সেনোরিটা, ল্যান্ডিং ভেক্টরস।’ ঘটনায় মারা যান ব্রাজিলের কাপেকোয়েন্সে ফুটবল দলের ২৬ জন সদস্য সহ আরও অনেকে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্ল্যাকবক্স থেকে এমন তথ্যই সামনে এসেছে। ‌এছাড়া ওই সময় সেখানে আরও একটি বিমান ছিল, তার চালকও ওই কথোপকথন শুনেছেন। গোটা ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে অনুমান, বৈদ্যুতিন ব্যবস্থা বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনা।

তবে তেল শেষ হওয়ার কারণটিও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। জানা গেছে, উড়ান শুরু করার পর থেকে ২৯৬৫ কিলোমিটার পর্যন্ত ওড়ার ক্ষমতা ছিল বিমানটির। এদিকে, বলিভিয়ার সান্তা ক্রুজ বিমানবন্দর থেকে মেডেলিনের দূরত্ব ২৯৬৫ কিলোমিটারের কম। অর্থাৎ তেল ফুরিয়ে যাওয়ার কারণেই যদি দুর্ঘটনাটি ঘটে, সেক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতিই দায়ী হবে বলে মত বিশেষজ্ঞদের। ‌আজকাল

১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে