শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০১:০১:৫৩

সেই কেলেঙ্কারির বিষয়ে মুখ খুললেন সাব্বির

সেই কেলেঙ্কারির বিষয়ে মুখ খুললেন সাব্বির

খেলাধুলা ডেস্ক: কিছুটা দেড়িই হয়েছে। তবে এবার সেই কেলেঙ্কারির ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সাব্বির। মাঠের বাইরে শৃংখলা ভঙ্গের অভিযোগে রাজশাহী কিংসের সাব্বির রহমানের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিকের এক-তৃতীয়াংশ কেটে নেওয়া হয়েছে। সাব্বির রহমানের পারিশ্রমিক ৪০ লাখ টাকা। এর অর্থ হল, প্রায় ১৩ লাখ টাকা জরিমানার মুখে পড়তে হল তাকে।

কিছু কিছু গণমাধ্যমের অভিযোগ, নারী ঘটিত সমস্যায় জড়িয়ে এই জরিমানার মুখে পড়তে হয়েছে তাকে। একই কারণেই বরিশাল বুলসের পেসার আল আমিন হোসেনের পারিশ্রমিকের অর্ধেক কেটে নেওয়া হয়েছে। দেরিতে হলেও সেই ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সাব্বির।

ভিডিওবার্তায় সাব্বিরের পুরেো বক্তব্য পাঠকেদের জন্য হুবহু দেওয়া হল...

সবাই নিশ্চয়ই ভাল আছেন। আমি আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। এজন্য আমি ভিডিওতে আসলাম। কিছুদিন ধরে মিডিয়া বা ফেসবুকে আমার কিছু পার্সোনাল প্রবলেমের কথা শুনেছেন। আপনাদের কি বিশ্বাস হয় আমি এই কাজটা করেছি?

দেখুন, মেয়ে কিংবা ছেলে, ছোট কিংবা বৃদ্ধ - সবাই আমার ফ্যান। একজন খেলোয়াড় হিসেবে আমি তো কখনওই কাউকে ছবি তুলতে বারণ করতে পারবো না। আমি শপিং মলে যায়, রেস্টুরেস্টে খেতে যাই, সিনেমা হলে যাই।

এমন সময়ে কোনো মেয়ে যদি এসে আমার সাথে ছবি তুলতে চায় তাহলে কি আমি তাকে না বলতে পারবো? কখনওই পারবো না। সিঙ্গেল ছবি তোলে, ফেসবুকে দেয়। এখন ছবিটা যদি কেউ ফেসবুকে দেয় সেটা কি আমার দোষ? কখনওই আমার দোষ না!

আপনারা যদি মনে হয় কাজগুলো আমি করেছি, তাহলে আমার কিছু বলার নাই আসলে। আর যদি মনে করেন আমি এই কাজটি করিনি, তাহলে প্লিজ এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন; সবাই বুঝুক আমি এই কাজটা কখনওই করতে পারি না। আমার মনে হয় না আমি এই কাজ করেছি।

ভাল থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন, যেন আমি আগামীতে আপনাদের আরও বড় কিছু দিতে পারি। আসসালামু আলাইকুম।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে