শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০১:৪৭:০০

আজ কি জ্বলে উঠবেন গেইল?

আজ কি জ্বলে উঠবেন গেইল?

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ৪০তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে চিটাগং ভাইকিংস। আজ শনিবার বিকাল ৫.৪৫টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি তামিম ইকবালের চিটাগংয়ের জন্য প্লে অফ নিশ্চিত করার ম্যাচ।

আর স্যামি-মিরাজদের জন্য প্লে অফের আশা জিইয়ে রাখার লড়াই। আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে চিটাগং। তাদের প্লে অফ কিছুটা নিশ্চিত। চারে রাজশাহী।

আজকের ম্যাচ জিততে হলে গেইল বাধা পেরোতে হবে স্যামিদের। যদিও গেল দুই ম্যাচে কথা বলেনি গেইলেন ব্যাট। তারপরও কখন যে বিধ্বংসী হয়ে উঠেন গেইল। সেটি হলফ করে বলা মুশকিল। প্রশ্ন আজ কি জ্বলে উঠবেন গেইল?

তারকাখচিত দল চিটাগং কিংসে একাধিক ম্যাচ উইনার রয়েছে। ওপেনিং জুটিতে দলকে বড় সংগ্রহ উপহার দিতে পারেন তামিম ইকবাল। আবারও প্রতিপক্ষ বোলারদের কচুকাট করতে পারেন গেইল। ব্যাট হাতে দলকে স্বস্তি দিতে পারেন এনামুল হক বিজয় ও গ্রান্ট এলিয়ট। দলের প্রয়োজনে বোলারদের উপর ছড়া হতে পারেন মোহাম্মদ নবী। বল হাতে চমক দেখানোর সামর্থ্য আছে তাসকিন আহমেদের।

পিছিয়ে নেই রাজশাহী কিংস। দলে রয়েছে টি-টোয়েন্টির মারকুটে ব্যাটসম্যানে হিসেবে পরিচিত সাব্বির রহমান। ওপেনিংয়ে মজবুত জুটি গড়তে পারেন মমিনুল হক ও জুনায়েদ সিদ্দিকী। ঘূর্ণিতে জাদু দেখাতে সর্বদা প্রস্তুত রয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্লগ ওভার ঝড় তোলার সামর্থ্য রয়েছে ড্যারেন স্যামি ও কেসরিক উইলিয়ামসের। ব্যাট হাতেও যে চার-ছয়ে মারতে পারেন সেটি গেল ম্যাচে দেখিয়েছেন মিরাজ। আজও তাঁর ব্যাটে ভালো সংগ্রহ গড়তে পারে রাজশাহী।

রাজশাহী কিংস একাদশ (সম্ভাব্য):
মমিনুল হক, রাকিবুল হাসান, সাব্বির রহমান, উমর আকমল, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি, নুরুল হাসান, আবুল হাসান, কেসরিক উইলিয়ামস, মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।

চিটাগং ভাইকিংস একাদশ (সম্ভাব্য):

তামিম ইকবাল, ক্রিস গেইল, এনামুল হক বিজয়, শোয়েব মালিক, জহুরুল ইসলাম, মোহাম্মদ নবী, শুভাশীষ রায়, সাকলাইন সজীব, জাকির হাসান, ইমরান খান ও তাসকিন আহমেদ।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে