শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০১:৫৮:০৫

নারী এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

নারী এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক: আজকেও হেরেছে বাংলাদেশ দল। এই হারে বিদায় ঘণ্টা বাজলো বাংলাদেশের। পাঁচ ম্যাচের তিনটিতে হেরে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলোজি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দেওয়া ৯৪ রানের লক্ষ্য জয় করতে নেমে এক ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে লঙ্কান নারী দল।

ওপেনার যশোদা মেন্ডিসের ২৪ রানের ইনিংস আর চামরায় আতাপাত্তুর সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসে ভর করে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা নারী দল। জয়ের লক্ষ্যে পৌঁছতে তিনটি উইকেট হারিয়েছে লঙ্কান দল। বল হাতে রুমানা আহমেদ একাই দুটি উইকেট নিয়েছেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ নিজেদের ধীরগতির ব্যাটিং পারফরম্যান্সের কারণে নির্ধারিত ২০ ওভারে ৯৩ রানের বেশি তুলতে পারেনি। লঙ্কানদের সমান তিন উইকেট হারিয়ে তোলা এই ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার সানজিদা ইসলাম। এছাড়া শায়লা শারমিনের ব্যাট থেকে এসেছে ২৫ রান। বল হাতে শ্রীলঙ্কার চামরায় আতাপাত্তু দুটি উইকেট নিয়েছেন।

টুর্নামেন্টে সবার আগে ফাইনাল ম্যাচ নিশ্চিত করেছে ভারত। এই দলের মুখোমুখি হতে জোর লড়াই চলছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। ইতোমধ্যে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এই ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করছে ফাইনালের বাকি দল।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে