স্পোর্টস ডেস্ক : ব্যাট হাটে নামতে চান কোর্টে। খেলতে চান শচিন, তবে বাইশ গজে ব্যাট হাতে নয়। আর খেলার আর্জি জানিয়ে টুইট করেছেন বিরাট কোহলিকে। তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে নয়, আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগে ইউএই রয়্যালসের অন্যতম মালিক বিরাট কোহলিকে।
বুধবারই এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন কোহলি। তার পরই শচিন কোহলিকে মজা করে টুইট করেছেন, ‘আমি তোমার দলে খেলতে চাই।’ কোহলির পাল্টা টুইট, ‘খেলার জন্য যে জায়গায় থাকা প্রয়োজন, তুমি সেইরকম পরিস্থিতিতে আছো কি না জানি না পাজি।’
১২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি