শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৩:৫১:৫৩

কফিনবন্দি হয়ে দেশে ফিরল শাপেকোয়েন্স! শেষকৃত্যে জনজোয়ার

কফিনবন্দি হয়ে দেশে ফিরল শাপেকোয়েন্স! শেষকৃত্যে জনজোয়ার

স্পোর্টস ডেস্ক: রিও ডি’জেনেইরোতে চোখের জলে শেষ শ্রদ্ধা! অবশেষে দেশে ফিরলেন শাপেকোয়েন্স ফুটবলাররা৷  তবে তাঁদের দেহে প্রাণ ছিল না৷ কফিনবন্দি হয়ে ফিরলেন তাঁরা৷ শুধু ফুটবলাররাই নন, নিথর দেহ ফিরল ৬৪ জন ব্রাজিলিয়ানের৷

কফিনের মধ্যে চিরনিদ্রায় রয়েছেন বলিভিয়ার পাঁচ নাগরিক। একজন ভেনেজুয়েলার। কলম্বিয়া থেকে একটার পর একটা বিমান উড়েছে ব্রাজিলের উদ্দেশ্যে। কফিনবন্দি নিথর দেহগুলি যখন বিমানবন্দরের দিকে যাচ্ছে, রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষরা ফুল হাতে শেষ সম্মান জানিয়েছেন তাঁদের৷ কেউ নিয়ে এসেছিলেন সাদা বেলুন, কারও হাতে ছিল কলম্বিয়ার জাতীয় পতাকা।

গত সোমবার বিমান দুর্ঘটনায় নিহত শাপেকোয়েন্সে ফুটবল দলের নিহত ফুটবলারদের কফিনবন্দি দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ আজ শনিবার হবে শেষকৃত্য।

এই শেষকৃত্যে ফুটবলারদের শেষ সম্মান জানাতে কাপেকো অন্তত একলক্ষ মানুষ হারি হবেন৷ বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় শাপেকোয়েন্সে দলের স্টেডিয়ামে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোও শেষকৃত্যে উপস্থিত থাকবেন।
৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে