শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৩:৫২:৩৩

নতুন মাইলফলক ছুঁলেন মাহমুদউল্লাহ, ছাড়িয়ে গেলেন সাকিব-তামিম-মাশরাফিদের

নতুন মাইলফলক ছুঁলেন মাহমুদউল্লাহ, ছাড়িয়ে গেলেন সাকিব-তামিম-মাশরাফিদের

স্পোর্টস ডেস্ক: এবার সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমদের ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল) সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি।

খেলেছেন মোট ৪৮ টি ম্যাচ। প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে খেলেন। পরের আসরে তার ঠিকানা হয় চিটাগং ভাইকিংসে। গত আসরে বরিশাল বুলসের অধিনায়কত্ব করা রিয়াদ এবার অধিনায়ক হয়েছেন খুলনা টাইটান্সের।

শুক্রবারই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলকে নাম লেখান তিনি। শুধু তাই নয় ম্যাচে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে বিপিএলে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান পূর্ণ করেছেন রিয়াদ।

৪৮ ম্যাচে চার হাফ সেঞ্চুরিসহ ২৭.৩২ গড়ে ১০১১ রান করেছেন রিয়াদ। সবার ওপরে থাকা বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম  ৪৫ ম্যাচে সাত হাফ সেঞ্চুরির সাহায্যে করেছেন ১১৭১ রান।
৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে