রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৭:৪৫:৩৩

বাঁচা-মরার লড়াইয়ে মাহমুদুল্লাহর খুলনাকে কঠিন বার্তা দিলো ঢাকা

বাঁচা-মরার লড়াইয়ে মাহমুদুল্লাহর খুলনাকে কঠিন বার্তা দিলো ঢাকা

স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়ে প্রথমে ব্যাট করে মাহমুদুল্লাহর খুলনাকে কঠিন বার্তা দিয়েছে সাকিবের ঢাকা। সেই বার্তা অনুযায়ী নির্ধানিত ২০ ওভারে জয়ের জন্য ১৫৯ রান করতে খুলনার ব্যাটসম্যানদের। এই ম্যাচ হারলেও কোনো ক্ষতি নেই ঢাকা ডায়নামাইটসের। কিন্তু তারা আগেই শেষ চার বা প্লে অফে গিয়ে বসে আছে।

অন্যরা যখন যোগ্যতাই পায়নি তখন তারা প্লে অফের ১ নম্বর নিশ্চিত করে ফেলেছে। সুতরাং, খুলনা টাইটান্সের বাঁচা-মরার ম্যাচে ঢাকা হারলে প্রশ্ন উঠবে। বিপিএল বলে কথা! কিন্তু এও জেনে রাখুন, এই আসরের প্রথম দেখায় কিন্তু খুলনা ৯ রানে হারিয়েছিল ঢাকাকে! ঢাকা তো তাহলে হারতেই পারে। তাতে খুলনারও প্লে অফ নিশ্চিত হয় এবং পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান নিয়ে শেষ হয় তাদের প্রথম রাউন্ড।

আসলে কি হবে তা অবশ্য বলা মুশকিল। খুলনা বড় রান তাড়া করে জিততে পারে না। মাহমুদ উল্লাহদের সামনে আগে ব্যাট করে সেই চ্যালেঞ্জটাই ছুড়ে দিয়েছে ঢাকা। সাকিব আল হাসানের দল রবিবারে দ্বিতীয় ম্যাচে বড় রানই করেছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তুলেছে তারা।

দিনের প্রথম ম্যাচে রংপুর হেরেছে। তারাও তাকিয়ে এই ম্যাচের দিকে। খুলনা হারলে তারা শেষ দল হিসেবে প্লে অফে চলে যাবে। খুলনার হারের প্রার্থনা করছেন ড্যারেন স্যামিরা। এটাই প্লে অফের আগে টুর্নামেন্টের শেষ ম্যাচ।

কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে নেমে জান লড়িয়ে দিতে চাইলেন খুলনার খেলোয়াড়রা। খুব কাজ হলো না। মেহেদী মারুফ ও কুমার সাঙ্গাকারার ওপেনিংয়ে ৫৮ রান দিলেন। ওভার প্রত সাড়ে ৬ রান। শুরুটা চমৎকার। এরপর আর কোনো জুটি ৩০ পেরোয়নি। কিন্তু রান এসেছে নিয়মিত।
 
৩৯ বছরের লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা ৫৯ রান করেছেন। মারুফ ১৬ রান করে বিদায় নিলেন। কিন্তু ৪১ বলে ৮ চারে দারুণ ইনিংস খেলে আউট হওয়া দ্বিতীয় ব্যাটসম্যান সাঙ্গাকারা। এরপর নাসির হোসেন (১৯), সাকিব আল হাসান (১১), সেকুগে প্রসন্ন (১৪) ও মোসাদ্দেক হোসেন (২০) লড়েছেন। নিয়মিত উইকেট হারানোর পথেই রান করেছে ঢাকা। খুলনার জন্য শেষ যা বেশি রান বলে প্রমাণিত হতে পারে। পাকিস্তানের জুনাইদ খান নিয়েছেন ৩ উইকেট।

০৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে