রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:১২:৪২

বিদায় বেলা যা বললেন অধিনায়ক মাশরাফি

বিদায় বেলা যা বললেন অধিনায়ক মাশরাফি

বিনোদন ডেস্ক: চলতি বিপিএলে আর দেখা যাবে না মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। কারণ, এবারের বিপিএলে নিজেদের ১২ ম্যাচ ৫ জয় আর ৭ পরাজয় বরণ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মাশরাফির কুমিল্লা দলকে।

রোববার রংপুরকে ৮ রানে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছিল মাশরাফিরা। তবে বিপিএলে এই জয়গুলো কুমিল্লার আশা শুরু করে অনেক দেরিতেই। যার ফলে টুর্নামেন্ট জড়ে যায় কুমিল্লা।

কুমিল্লা বিদায় নিলেও মাশরাফি জানান দিয়ে রাখলেন এখন পর্যন্ত ঢাকাই সবচেয়ে ব্যালান্সড দল। রোববার ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বলেন, ক্লিয়ারলি বললে বলব যে ঢাকা অনেকটা এগিয়ে। ব্যালেন্স টিমের কথা চিন্তা করে ওরা এগিয়ে থাকবে। বোলিংয়ে ওদের অনেক অপশন। প্লাস ব্যাটিংয়ে এগিয়ে। আট-নয় নম্বর পর্যন্ত ওদের ব্যাটসম্যান আছে। যারা ভালো করছে।

চিটাগং ভাইকিংস সম্পর্কে তিনি বলেন, আমার কাছে মনে হয় একটা স্টেজে চিটাগং কিছুটা ভালো করছে। যদি আপনি চ্যাম্পিয়ন হওয়ার সাইন দুটা টিমের সবচেয়ে বেশি। ব্যালেন্স টিম ঢাকা চিটাগং সবাই বলছে। তারপরও এখন যারা উঠবে বলা যায় না।

তবে ম্যাশ এও মনে করিয়ে দিয়েছেন যে টি-২০তে যাদের নিয়ে আলোচনা হয় না বা যাদের কেউ গোনায় ধরে না তারাই চ্যাম্পিয়ন হয়ে যায়।

মাশরাফি বলেন, এ ধরণের টুর্নামেন্টে যাদের কেউ কাউন্ট করে না তারাই চ্যাম্পিয়ন হয়। ঢাকা এখন থেকে সবচেয়ে বেশি ব্যালেন্স। এখন পর্যন্ত ঢাকা সবচেয়ে বেশি ভালো খেলছে। পিক করা কঠিন। হয়ত যারা চার নম্বরে উঠবে তারাই কাপ নিয়ে নিছে। এ ধরণের টুর্নামেন্টে এরকমই হয়।
০৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে