রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪৮:২৭

শেষ প্রার্থনাও কাজ হলো না রাইডার্সদের, মাহমুদুল্লাহই বাজালেন বিদায় ঘণ্টা

শেষ প্রার্থনাও কাজ হলো না রাইডার্সদের, মাহমুদুল্লাহই বাজালেন বিদায় ঘণ্টা

স্পোর্টস ডেস্ক: শেষ প্রার্থনাও কাজ হলো না রংপুর রাইডার্সদের। দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার ব্যাটে অসাধারণ নৈপুন্যে শক্তিশালী ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলে দ্বিতীয় দল হিসেবেই শেষ চার নিশ্চিত করলো খুলনা টাইটানস। মাহমুদুল্লাহদের জয়ে শেষ পর্যন্ত প্লে-অফে ওঠার আগেই বাদ পড়তে হলো রংপুর রাইডার্সকে।

১২ ম্যাচ শেষে ঢাকার পয়েন্ট ১৬। তারাই শীর্ষে থেকে উঠলো বিপিএলের শেষ চারে। খুলনা টাইটান্সের পয়েন্ট ১৪। তারা হলো দ্বিতীয়। চিটাগাং ভাইকিংস, রাজশাহী কিংস আর রংপুর রাইডার্সের পয়েন্ট সমান ১২ করে।

কিন্তু রান রেটের হিসেবে রংপুরের চেয়ে ঢের এগিয়ে রাজশাহী এবং চিটাগাং। সুতরাং, তৃতীয় হলো তামিম ইকবালের দল চিটাগাং। চতুর্থ সাব্বির-মিরাজের দল রাজশাহী কিংস।

বিপিএলের চট্টগ্রাম পর্ব পর্যন্ত অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিল রংপুর রাইডার্স। একের পর এক চমক আর জয়ের ফলে চট্টগ্রাম পর্বেও তারা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেই খেই হারিয়ে ফেলে রংপুর।

পরাজয়ের শুরুটা তাদের রাজশাহী কিংসের কাছে। এরপর টানা ৪ ম্যাচ হেরে পুরোপুরি ব্যাকফুটে। এরপর বরিশাল বুলসকে হারিয়ে আশা জাগালেও সর্বশেষ আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে গিয়ে নিজেদের সব সম্ভাবনাই শেষ করে দেয় রংপুরের রাইডাররা।

তবুও শেষ আশা হিসেবে তাদের সামনে টিকে ছিল ভাগ্যের খেলা। লিগ পর্বের শেষ ম্যাচে যদি ঢাকার কাছে হেরে যায় খুলনা, তাহলে শেষ দল হিসেবে রংপুরই উঠবে প্লে-অফে; কিন্তু সেই আশায় গুড়ে বালি। ঢাকার ১৫৮ রান মামুলি হয়ে গেলো মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের সামনে।
০৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে