সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ০৯:৫৮:০৪

এবারের বিপিএলে ব্যাটে-বলে সবার উপরে যারা

এবারের বিপিএলে ব্যাটে-বলে সবার উপরে যারা

স্পোর্টস ডেস্ক: টানা পাঁচ জয়ে শেষ চার নিশ্চিত করেছে চিটাগং ভাইকিংস। বাজে ভাবে টুর্নামেন্ট শুরু করলেও টানা পাঁচ জয়ে শেষ চার নিশ্চিত করেছে চিটাগং ভাইকিংস।

আর এই বদলে যাওয়া এই চিটাগংয়ের কথা বলতে গেলে আলাদা করে বলতে হয় দুজনের কথা। তারা হলেন অধিনায়ক ব্যাটসম্যান তামিম ইকবাল ও স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবী।

ব্যাট হাতে চলতি বিপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে আছেন তামিম। ১২ ম্যাচে ৪২.৫০ গড়ে করেছেন ৪২৫ রান। আছে পাঁচটি হাফ সেঞ্চুরি।

তালিকায় পরের নামগুলো হল খুলনা টাইটান্সের মাহমুদউল্লাহ রিয়াদ (৩৬৯ রান), রংপুর রাইডার্সের মোহাম্মদ শাহজাদ (৩৫০ রান), বরিশাল বুলসের মুশফিকুর রহিম (৩৪১ রান) ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মারলন স্যামুয়েলস (৩৩৪ রান)।

আর বল হাতে যৌথ ভাবে সবার ওপরে আছেন ডানহাতি অফ স্পিনার মোহাম্মদ নবী। আফগানিস্তানের সাবেক এই অধিনায়ক চিটাগংয়ের হয়ে ২২৫ রান করার পাশাপাশি উইকেটও পেয়েছেন ১৮ টি।

তার সমান সংখ্যক উইকেট পেয়েছেন খুলনা টাইটান্সের মোহাম্মদ শফিউল। এর বাদে ঢাকা ডাইনামাইটসের ডোয়াইন ব্রাভো ও রংপুর রাইডার্সের শহীদ আফ্রিদি পেয়েছেন ১৭ টি করে উইকেট। আর খুলনার পাকিস্তানি পেসার জুনায়েদ খান নিয়েছেন ১৬ উইকেট।
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে