সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ১০:২৫:৫৯

মাশরাফির মতে এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হবে যে দল

মাশরাফির মতে এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হবে যে দল

স্পোর্টস ডেস্ক: মাশরাফি এখন কেবল গ্যালারির দর্শক। এটা তার জন্য বড় কস্টেরও। কিন্তু লড়াই করলেও যখন কাক্সিক্ষত লক্ষ্যে যাওয়া সম্ভব হয়নি তখন তো বর্তমান চ্যাম্পিয়ন দলের অধিনায়কের আর কী করার আছে।

নিজম্ব শেষ ম্যাচ শেষে মাশরাফি তার দলের পারফরমেন্সে হতাশ স্বাভাবিকভাবেই। কিন্তু চেষ্টা করেছে তার দলের ক্রিকেটাররা। হয়নি। সেটাই জানালেন। তবে বিপিএলের এ আসরে তার চোখে ঢাকাই ফেবারিট। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস নিয়ে খুবই আশাবাদী কুমিল্লার অধিনায়ক।

তিনি বলেন, ‘শেষ চারে খেলতে যাওয়া প্রত্যেকটি দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে। যদি দলের শক্তি-সামর্থ্যরে কথা বিবেচনা করা হয়, সে হিসাবে আমি বলব এবারের আসরের ফেভারিট ঢাকা। দলটি বেশ ভারসাম্যপূর্ণ। বোলিংয়ে তাদের হাতে অনেক অস্ত্র। তা ছাড়া তাদের ব্যাটিং লাইনও বেশ লম্বা। সে বিবেচনায় তাদের ভালো করার সম্ভাবনা বেশি।’ বেশ কিছু দিন ধরেই ফর্ম খরায় ওপেনার সৌম্য সরকার। ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ধারাবাহিকভাবে ব্যর্থ এই বাঁহাতি ব্যাটসম্যান।

তাই প্রশ্ন উঠছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে কেমন করবেন তিনি। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তা নিয়ে মোটেও চিন্তিত নন। ভিন্ন কন্ডিশনে খেলতে যাবেন বলে তার ভালো করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। মাশরাফি বলেন, ‘এটা ঠিক সৌম্য এখন ফর্ম খরায় আছে। তবে নিউজিল্যান্ডে ভিন্ন কন্ডিশনে তার ভালো করার সম্ভাবনা যথেষ্টই রয়েছে।

কারণ আমি যতটুকু জানি, সেখানকার কন্ডিশনে ব্যাটসম্যানদের ভালো করার সম্ভাবনা বেশি। বরং বোলারদের জন্যই কাজটা কঠিন হবে। কারণ আমি দেখেছি কিউইদের উইকেটে হরহামেশায় তিন শ’ থেকে সাড়ে তিন শ’ রান হয়ে থাকে। তাই সেখানে গিয়ে সে ভালো করতেও পারে।’
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে