সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ১০:৪০:৩৪

সমুদ্র সৈকতে ভেসে এলো বিশাল এক তিমির দেহ

সমুদ্র সৈকতে ভেসে এলো বিশাল এক তিমির দেহ

এক্সক্লুসিভ ডেস্ক: পুরীর সমুদ্র সৈকতে ভেসে এল বিরল প্রজাতির দৈত্যাকার তিমির দেহ। লম্বায় ৪২ ফিট, চওড়ায় ২৮ ফিট - বিশাল এই তিমির দেহ সৈকতে পড়ে রয়েছে দেখে বন দফতরে খবর দেন স্থানীয়রা।

পুরীর বৈধারা পেন্থা বিচে রবিবার সকালে মানুষজন দেখেন বিশাল এক সাদা তিমির দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বন দফতরকে। শতপাদা জঙ্গলের রেঞ্জার অচ্যূতানন্দ দাস জানিয়েছেন, 'এই সাদা তিমি খুবই বিরল।

এটি সাধারণত প্রশান্ত মহাসাগরে দেখা যায়। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর কারণ জানা যাবে।' ভেটেরেনারি কলেজের ডাক্তারদের তিমিটির ময়নাতদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।

রেঞ্জার দাস জানান, সৈকতে রবিবারই ভেসে এলেও সামুদ্রিক এই স্তন্যপায়ী প্রাণীটি ১০-১৫ দিন আগেই মারা গিয়ে থাকতে পারে।-এই সময়
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে