সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ১০:৫৫:৫৯

হাঁকডাক দিয়ে আসা গেইল মোট করেছেন ৬৫ রান, একটি রানের দাম সাড়ে পাঁচ লাখ

হাঁকডাক দিয়ে আসা গেইল মোট করেছেন ৬৫ রান, একটি রানের দাম সাড়ে পাঁচ লাখ

স্পোর্টস ডেস্ক: হাঁকডাক দিয়ে এসে বিপিএলে এবারের আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলছেন ক্যারিবিয়ান হার্ডহিটার ক্রিস গেইল। চার ম্যাচের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছিলো চিটাগং। এ চুক্তি গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে শেষ হয়েছে। এক্ষেত্রে ক্রিস গেইলের সাথে চুক্তি বাড়াতে পারে চিটাগং ভাইকিংস।

ইতোমধ্যে চিটাগং ভাইকিংস জানিয়েছে, ক্রিস গেইলের সাথে চুক্তি বাড়ানোর ব্যাপারে আলাপ-আলোচনা করা হচ্ছে।

পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে প্লে-অফে পা দিয়েছে দলটি। ভাইকিংসের সাথে গেইলের আলোচনা যদি সফল হয় তাহলে প্লে-অফের দুটি ও চিটাগং ভাইকিংস ফাইনালে গেলে সর্বমোট আরো তিনটি ম্যাচ খেলতে পারবেন তিনি।

টি-২০ ক্রিকেটের বড় এক বিজ্ঞাপন ক্রিস গেইল। বেশ চড়া দামে দলে ভিড়িয়েছে চিটাগং ভাইকিংস। বেশ কিছু সূত্র প্রথমে জানিয়েছিল চার ম্যাচের জন্য সাড়ে তিন কোটি টাকা পাবেন তিনি। তবে চার ম্যাচে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন ক্রিস গেইল।

ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। চার ইনিংস ব্যাট করে রান করেছেন মাত্র ৬৫, ব্যাটিং গড় ১৬.২৫। তার একটি রানের দাম সাড়ে পাঁচ লাখ টাকা। যে আশায় তাকে আনা হয়েছে তার কিছুই হয়নি।
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে