সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৯:২১

অস্ট্রেলিয়ার নতুন কোচ মাইক হাসি

অস্ট্রেলিয়ার নতুন কোচ মাইক হাসি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া শিবিরে নতুন কোচ। এই কোচের নাম মাইক হাসি। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অজি ব্যাটসম্যান মাইক হাসি।

ভারপ্রাপ্ত কোচ হিসেবে এই সিরিজে তাকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই দায়িত্ব নিতে মুখিয়ে ছিলেন জেসন গিলেস্পি, সাবেক অধিনায়ক রিকি পন্টিং এবং শেন ওয়ার্ন।

মাঝখানে পন্টিংয়ের সম্ভাবনার কথা জোরেশোরে শোনা গেলেও, শেষ পর্যন্ত ভাগ্য খুলেছে সিডনি থান্ডারের পরিচালক হাসির। মূলত, ব্যাটসম্যান হিসেবে তার অভিজ্ঞতাকে সামনে রেখেই কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে জাতীয় দলের কোচ হিসেবে এবারই প্রথম নয় তার জন্য। চলতি বছরেই অজি দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন, দলের সাথে ভারত সফরও করেছেন। সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের সাথেও সফর করেছেন হাসি।

এদিকে, নতুন এই দায়িত্ব খুব কম সময়ের জন্য হলেও রোমাঞ্চিত হাসি। তবে একজন পেশাদার কোচ হিসেবে কাজ করতে আপত্তি রয়েছে তার। কারণ, পরিবারকে সময় দিতে চান তিনি।

এ প্রসঙ্গে হাসি একবার বলেছিলেন, ‘আমি সবসময় কোচিংয়ের ব্যাপারে আগ্রহী। কিন্তু আমি নিশ্চিত নই যে, একজন ফুল-টাইম কোচ হিসেবে কাজ করতে পারবো কিনা। কারণ, একটা আন্তর্জাতিক দলের কোচ হতে হলে আপনাকে বছরের দশটা মাস দলের সাথেই থাকতে হবে। ঠিক এই কারণেই আমি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম।’

জানিয়ে রাখা ভালো, হাসি অস্ট্রেলিয়ার হয়ে ৭৯ টেস্টে ৬২৩৫ রান সংগ্রহ করেছেন। রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ২৯টি হাফসেঞ্চুরি। ওয়ানডে খেলেছেন ১৮৫ ম্যাচ। মোট রান ৫৪৪২, তিনটি সেঞ্চুরি ও ৩৯টি হাফসেঞ্চুরি।

ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে জড়িয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এই ফরম্যাটে তার রান রয়েছে মোট ৭২১। সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরি।
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে