রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০১:৪১:৪৬

সর্বকালের সেই সেরা পেসারকে নিয়ে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া!

সর্বকালের সেই সেরা পেসারকে নিয়ে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া দলে ফিরলেন সর্বকালের সেরা পেসার নামে খ্যাত গ্লেন ম্যাকগ্রা। আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রাকে দলে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত সফরে অস্ট্রেলিয়ার পেস বোলিং পরামর্শদাতা হিসেবে তাকে দল চাইছে বলে জানিয়েছেন স্বয়ং ম্যাকগ্রা নিজেই।

এখনো কিছু চূড়ান্ত না হলেও, দলের সাথে থাকার ইচ্ছা রয়েছে ম্যাকগ্রার, ‘আগামী ভারত সফরে জাতীয় দলের সাথে আমাকে রাখতে চায় বোর্ড। খেলোয়াড়ী জীবনের পর দলকে সার্ভিস দেয়ার আরো একটি সুযোগ পাওয়া গেলো। আশা করি সামনে ভালো কিছু হবে।’

১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ১২৪টি টেস্ট, ২৫০টি ওয়ানডে ও ২টি টি২০ ম্যাচ খেলেছেন। এসময় দলের প্রধান পেসার হিসেবেই সেরাটা প্রদর্শন করেছেন ২২ গজে। তাই ঐসময় পেস আক্রমণে অস্ট্রেলিয়ার প্রধান ভরসার নামও ছিলো ম্যাকগ্রা।

স্লো-গতির ডেলিভারিতে সুইংয়ে বিষ মেখে শুরুতেই প্রতিপক্ষ ব্যাটিং লাইন-আপে ধস নামানো থেকে শুরু করে প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দেয়াতে জুড়ি ছিলো না ম্যাকগ্রার। তাই তো ম্যাকগ্রার হাতে নিজেদের উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন বাঘা বাঘা ব্যাটসম্যানরা। ফলে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। তার সংগ্রহে রয়েছে ৫৬৩ উইকেট।

শুধুমাত্র টেস্টেই নয় ওয়ানডেতেও উইকেট শিকারে পারদর্শী ছিলেন ম্যাকগ্রা। এজন্য সতীর্থ ব্রেট লি’র সাথে সমান ৩৮০ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন ম্যাকগ্রা। আধুনিক যুগের টি২০ বেশি খেলা হয়নি তার। নয়তো সেখানেও উপরের দিকে কোন এক জায়গায় নিজেকে তুলে রাখতেন ম্যাকগ্রা। ২০০৭ সালে অবসর নেয়ার আগে মাত্র ২টি টি-২০তে ৫ উইকেট নিয়েছেন এই ডান হাতি পেসার।

ম্যাকগ্রার এমন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উইকেট শিকারে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা পেসার তিনি। তাই আগামী ভারত সফরে ম্যাকগ্রাকে দলের পেস বোলিং পরামর্শক হিসেবে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন তথ্য নিজেই দিলেন ম্যাকগ্রা, ‘আগামী ভারত সফরে জাতীয় দলের সাথে আমাকে রাখতে চাইছে বোর্ড বোলিং পরামর্শক হিসেবে। খেলোয়াড় হিসেবে দলকে সেরা সাফল্যগুলো এনে দেয়ার চেষ্ঠা করেছি। সফলও হয়েছি বেশিরভাগ সময়। এবার বোলিং পরামর্শক হিসেবে দলকে সার্ভিস দেয়ার সুযোগ পাওয়া গেলো। তবে ভবিষ্যত সবকিছু ঠিক করবে। সবকিছু ঠিক থাকলে সামনে ভালো কিছুই হবে।’

শুধুমাত্র পুরো ক্যারিয়ারের পরিসংখ্যানই নয়, ভারত সফরে ম্যাকগ্রার অতীত ও বর্তমান অভিজ্ঞতার কথাও চিন্তা করেছে বোর্ড। ভারত সফরে ৮ টেস্টে অংশ নিয়ে ৩৩ উইকেট নেয়া ম্যাকগ্রা এমনটিও জানালেন নিজে, ‘ভারতের মাটিতে আমি বেশ কয়েকটি টেস্ট খেলেছি। সেখানে খেলার অভিজ্ঞতা আমার বেশ ভালো। এছাড়া বর্তমানে বছরের ছ’সপ্তাহের বেশি ভারতে কাটাই। এমআরএফ পেস ফাউন্ডেশনের জন্য আমাকে সেখানে যেতে হয়। তাই ভারতে পেস বোলিং কিভাবে করতে হয়, সেই টেকনিক্যাল ব্যাপারগুলো আমার ভালোই জানা হয়ে গেছে। এছাড়া ভারতের পীচ সর্ম্পকে বর্তমানে ভালো ধ্যান-ধারণাও হয়েছে আমার।’

আগামী সফরটি অস্ট্রেলিয়ার পেসারদের জন্য কঠিনই হবে বলে শেষে জানালেন ম্যাকগ্রা। কারণ ভারতের পিচগুলো পেস বান্ধব নয় বলে জানান ৪৬ বছর বয়সী ম্যাকগ্রা, ‘স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডদের অগ্নিপরীক্ষা হবে ভারত সফরে। পেসারদের জন্য ভারতই সম্ভবত সবচেয়ে কঠিন জায়গা। আর বর্তমানে ভারত অনেক বেশি শক্তিশালী দল। ইংল্যান্ডের পেসাররাও ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানদের সামনে। তাই ওই সফরে ভালো করতে হলে অসি পেসারদের অনেক বেশি পরিশ্রম করতে হবে।’১১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে