রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০২:১৭:০৩

বিরাট কোহলির নয়া কীর্তিতে রানের পাহাড় ভারতের

বিরাট কোহলির নয়া কীর্তিতে রানের পাহাড় ভারতের

পোর্টস ডেস্ক: মুম্বাই টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে নতুন কীর্তি গড়লেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।  তা হলো প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক এখন তিনি।

প্রথম ইনিংসে ৪০০ রানে করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ভারত ৮ উইকেটে ৬৩১ রান সংগ্রহ করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ১২ রানে ১ উইকেট।

এদিকে ৫ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে ভারত। ফলে চতুর্থ টেস্ট টেস্ট ড্র করলেও সিরিজ জয় নিশ্চিত হবে ভারতের। কেবল আজই নয় শেষ তিন ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ান কোহলি। কোহলির ইনিংসগুলো যথাক্রমে ৪০ ও অপরাজিত ৪৯, ১৬৭ ও ৮১, ৬২ ও অপরাজিত ৬।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। ক্যারিবীয়দের বিপক্ষে ২০০ আর কিউইদের বিপক্ষে ২১১ রানের ইনিংস খেলেছিলেন কোহলি।
১১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে