স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে মুসলিম ক্রিকেটারের রাজত্ব। বড় বড় টুর্ণামেন্টে একাদশে ৫-৬ জন মুসলিম ক্রিকেটার দলে নিয়ে হরহামেশা খেলছে দেশটি। ক্রিকেট বিষয়ক বিখ্যাত গণমাধ্যম ক্রিকেট কাউন্টিতে এ নিয়ে ছাপানো হয়েছে এক প্রতিবেদন।
সেখানে বলা হয় দক্ষিণ আফ্রিকায় মুসলিমরা ক্রিকেটে বেশ আগ্রহী। হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ছিলেন। বর্তমান সময়ে দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান তিনি। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সাথে তার অন্যরকম প্রতিযোগিতা চলছেই।
ইমরান তাহিরের নাম টানা হয় সেখানে। ইমরান তাহির বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসার এক নাম। যার হাত বেঁয়ে বড় বড় সাফল্য পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ফারহান বিহারডিহান ও ওয়েন পার্নেল অনেক এগিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। এ ছাড়া ইউসুফ আবদুল্লাহ, গোলাম বুদ্ধি ও সাবরাইন সামসিও ভালো ক্রিকেট খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে।
দক্ষিণ আফ্রিকা মুসলিম প্রধান দেশ না হলেও ধর্মকর্মে বেশ এগিয়ে আছেন তারা। ক্রিকেটে সামসি, পার্নেল, ইমরান, হাশিম ও বিহারডিন এখন দারুণ খেলছেন। তারা দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন।
১৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর