বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:১০:৪৫

অলরাউন্ডার হওয়ার পথে সৌম্য সরকার!

অলরাউন্ডার হওয়ার পথে সৌম্য সরকার!

আরেফিন তানজীব: বাংলাদেশ জাতীয় দলে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি একজন পেস বোলিং অলরাউন্ডার হিসাবে। ইনজুরির কারণে বোলিং করা হয়নি তার।

তবে আন্তর্জাতিক ম্যাচে বোলিং করবেন এমনটা চলতি বছরের মাঝামাঝিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন খুলনার এই অলরাউন্ডার। সম্প্রতি ব্যাটিং খরার মাঝে বোলার হিসেবে নিজেকে চেনাচ্ছে সৌম্য সরকার।

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং খুব বেশি করেননি সৌম্য। টি-টোয়েন্টিতে এক ওভার আর ওয়ানডেতে মাত্র সাত ওভার বোলিং করেছেন তিনি। তবে সে তুলনায় টেস্টে অনেক বেশি বল করেছেন। ৩ টেস্টে মোট ৩০.৪ ওভার বল করেছেন। ক্যারিয়ারের একমাত্র উইকেটটা টেস্টেই পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে আজহার আলির উইকেট পেয়েছিলেন সৌম্য সরকার।

গেল বছর প্রিমিয়ার ডিভিশন লিগে প্রাইম ব্যাংকের হয়ে মিডিয়াম পেসে ছয়’টি উইকেট নিয়েছিলেন সৌম্য সরকার।

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ব্যাট হাতে খুব একটা ভালো সময় যায় নি সৌম্যের।দুই একটা দর্শনীয় শট তার কাছ থেকে দেখা গেলেও ইনিংসটাকে বড় করতে পারে নি সৌম্য।পুরো টুর্নামেন্ট জুড়ে ১২ ম্যাচে মাত্র ১৩৫ রান করেছেন সৌম্য। বাঁহাতি এই ড্যাশিং ওপেনার সৌম্যের রান খরা তো চলছে সেই আফগানিস্তান সিরিজ থেকেই।

তবে কি ব্যাটিং খরা ঘুচাতে বোলিংয়ে মনোযোগ দিলেন ড্যাশিং ওপেনার সৌম্য। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তিন ওভার ২৭ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে।

বুধবার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে বল হাতে কাঁপিয়ে অজি বোলারদের।মাত্র এক ওভার বল করে পাঁচ রানে শিকার করেছেন তিনটি উইকেট।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাড়াও ২৩ বয়সী সৌম্য দলের জন্য বোলিংয়ে ‘বোনাস’ কিছু করবে বলে আশা করছে টাইগার ক্রিকেট ভক্তরা।-চ্যালেন আই
১৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে