বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ১১:১৩:৪৭

অবশেষে স্বপ্ন পূরণ হলো সেই ‘পলিথিন’ মেসির

অবশেষে স্বপ্ন পূরণ হলো সেই ‘পলিথিন’ মেসির

স্পোর্টস ডেস্ক: কয়েক মাস আগে নীল-সাদা পলিথিন ব্যাগ কেটে বানানো 'মেসি' লেখা শার্ট পরে সারা দুনিয়ায় সাড়া ফেলেছিল মুরতাজা আহমেদ নামে যে আফগান শিশু -তার সাথে সাক্ষাৎ করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি।

প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা দল এখন কাতারে। আর এইখানে আফগানিস্তানের সেই পলিথিন ‘মেসি’ মুর্তাজার সাথে দেখা করলেন ফুটবল জাদুকর। এই সময়

মেসি কোলে তুলে নেন তার ভক্তকে। এরপর ফটোসেশনও করেছেন তারা। হিরোর (মেসির) সঙ্গে দেখা করার খুবই ইচ্ছা ছিল আহমাদির। সেটাই পূরণ হয়ে গেলো। আফগান মেসি’ ঠাঁই পেলো আর্জেন্টাইন মেসির কোলে।

মেসির দেখা পেয়ে স্বপ্ন পূরণ হলো আহমাদির। আলোড়ন তোলা এই ক্ষুদে ভক্তকে নিয়েই প্রীতি ম্যাচে মাঠে নামেন বার্সেলোনার প্রাণভোমরা।

থানি বিন স্টেডিয়ামে গোল উৎসবের ম্যাচে আল আহলিকে ক্লাবকে ৫-৩ ব্যবধানে হারায় বার্সা। যার শুরুটা হয় আহমাদির হিরো মেসির পাস থেকে। লুইস সুয়ারেজের পর আর্জেন্টাইন আইকন নিজেও গোল উদযাপন করেন। বাকি তিনটি আসে নেইমার, পাকো আলকাসের ও রাফিনহার পা থেকে।

এই ম্যাচের আগেই আনুষ্ঠানিকভাবে দু’জনের দেখা হয়। বার্সার জাসি পরা ছয় বছরের আহমাদিকে কোলে তুলে নেন মেসি। পরে দলের সঙ্গে আহমাদির হাত ধরে আল আহলির বিপক্ষে মাঠে নামেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

মেসিকে কাছে পেয়ে পুরো সময়টায় আহমাদির উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাকে সঙ্গে রেখেই প্রথমে রেফারি, প্রতিপক্ষের অধিনায়ক ও পরে টিম বার্সার সঙ্গে ফ্রেমবন্দী হন মেসি। খেলা শুরুর আগে রেফারির ভূমিকায় মাঝমাঠে বলও রাখে আহমাদি।

মেসির সঙ্গে দেখা করতে পেরে ভীষণ খুশি আহমাদি। জানালো, স্বপ্নটা সত্যি হয়েছে তার। বললো, ‘আমার হিরোর সঙ্গে দেখা হলো। আমি খুবই রোমাঞ্চিত। এটাই আমার স্বপ্ন ছিল। অবশেষে তা পূরণ হলো।’
১৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে