বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ১০:১৪:২৭

নড়াইলের কৃতি সন্তান মাশরাফির নামে ‘চিত্রা সেতুর’ নামকরণের দাবি

নড়াইলের কৃতি সন্তান মাশরাফির নামে ‘চিত্রা সেতুর’ নামকরণের দাবি

স্পোর্টস ডেস্ক: নড়াইলের কৃতি সন্তান মাশরাফি বিন মর্তুজার নামে  জেলার গুরুত্বপূর্ণ  চিত্রা সেতুর নামকরণের দাবি তুলেছে এলাকাবাসি।

সেতুটির এখন পূর্ণদমে কাজ চলছে। আশা করা হচ্ছে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই কাজ শেষ হবে। যদিও তা শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের জুন মাসে।

তবে এখনো সে সেতুর কোনো নামকরণ করা হয়নি। তাই বাংলাদেশের ক্রিকেটের অন্যতম এ ক্রিকেটারের নামেই এই সেতুর নামকরণের দাবি জানিয়েছেন জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ সাধারণ মানুষ।

এছাড়া জনপ্রতিনিধিরাও এই মতের পক্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ২০১৫ সালের ২০ এপ্রিল থেকে নড়াইলের পুরাতন ফেরিঘাটে ২৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ চিত্রা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল ব্রিজের দৈর্ঘ্য ১৪০ মিটার হলেও ফ্লাইওভারের মতো দেখতে ভায়াডাক্টের দৈর্ঘ্য ২৪০ মিটার।
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে