বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৭:৩৩:৫৩

বিরাট বিপদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট, কী হবে এবার বিরাট কোহলিদের?

বিরাট বিপদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট, কী হবে এবার বিরাট কোহলিদের?

স্পোর্টস ডেস্ক: বড়সড় বিপদে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। লোঢা কমিশনের রায় এখনও বেরোয়নি। তার আগেই সুপ্রিম কোর্টে প্রবল ধাক্কা খেল বিসিসিআই।

ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরকে জেল যেতে হতে পারে। যদিও আত্মপক্ষ সমর্থনের জন্য সাত দিন সময় দেওয়া হচ্ছে অনুরাগকে। কিন্তু কী কারণে জেল যেতে হবে বোর্ড প্রেসিডেন্টকে? বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে অনুরাগের হলফনামার বয়ান সঠিক ছিল না।

 সহজ করে বললে, অনুরাগ আদালতে মিথ্যা বয়ান পেশ করেছেন। আর তা প্রমাণিত হলে জেল যেতে হতে পারে অনুরাগকে।

লোঢা কমিশনের ভূত বোর্ডকে কোণঠাসা করে দিয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যা জানাল, তাতে বিসিসিআই প্রবল চাপে। সুপ্রিম কোর্টের তরফে এদিন জানানো হয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে অনুরাগ ঠাকুর কোর্টে মিথ্যে তথ্য পেশ করেছেন।

মিথ্যে তথ্য পেশ করে মহান আদালতকেও অবমাননা করেছেন অনুরাগ। আর এই অপরাধের জন্যই জেল হতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্টকে। মনে করা হচ্ছে, অনুরাগ গোটা সংস্কারপ্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা করেছেন।-এবেলা  
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে