বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৬:৫৯

এশিয়া কাপে আফগানিস্থানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

এশিয়া  কাপে আফগানিস্থানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক : শুরুতেই দাপট  যুব টাইগারদের। দলীয় অধিনায়ক সাইফের ব্যাটিং জয়ে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
চলমান অনুর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে এর মাধ্যমে শুভ সূচনা করেছে বাংলাদেশ যুব দল। বৃহস্পতিবার মালয়েশিয়ার মাতারাতে আফগানদের ৪ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। ১৪৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওপেনার সাইফের ৬৭ রানের সুবাদে ৪৩.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ে পৌছে যায় বাংলাদেশ।

জয়ের টার্গেট ছোট হওয়ায় ধীরেসুস্থে ব্যাট করতে থাকেন দুই ওপেনার। ১২ রানে ফিরে যান মাহিদুল অঙ্কন। এরপর বিদায় নেন আফিফ (১৯) ও হাবিবুর রহমান (০)। অধিনায়ক ও ওপেনার সাইফ এবং মিডল  অর্ডার রাফসান মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ৪১ বল হাতে রেখেই জয়ে পৌছে যায় যুবারা।

এরআগে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ১৪৬ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। বল হাতে দারুণ করেন জুনিয়র টাইগাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে আফগান ব্যাটসম্যানদের বড় কোনো ইনিংস খেলার সুযোগ দেননি।

জুনিয়র টাইগারদের বোলিং তোপে দলীয় ১৪ রানে প্রথম উইকেট আর ২৮ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বিপাকেই পড়ে আফগানিস্তান। তবে তারিক আর নিসার ব্যাটে চড়ে আফগানিস্তান কিছুটা স্বস্তি পেলেও তারাও ফিরে গেছেন দ্রুত। শেষ দিকে নবীনের ২৭ রানে ভর করে ১৪৬ রান সংগ্রহ করে আফগানরা।

বাংলাদেশের হয়ে বল হাতে ৪টি উইকেট শিকার করেছেন অনিক। ৩টি উইকেট নিয়েছেন মুকিবুল। ১টি করে উইকেট নিয়েছেন নাঈম ও সজিব।
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে