শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ১০:৫১:২৩

ভক্তদের জন্য দুসংবাদ, বাংলাদেশ বনাম সিডনি থান্ডারের দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা

ভক্তদের জন্য দুসংবাদ, বাংলাদেশ বনাম সিডনি থান্ডারের দ্বিতীয় ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করেছে টাইগাররা। ক্যাম্প চলাকালীন ২টি প্রস্তুতি ম্যাচ খেলছেন তারা। প্রথমটিকে সিডনি সিক্সার্সে বিপক্ষে জয় পেয়েছে। আর আজ (শুক্রবার) দ্বিতীয় অনুশীলন ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। কিন্তু গত ৪৮ ঘন্টা ধরে সিডনিতে টানা বৃষ্টিপাতে ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

সিডনি থান্ডার সূত্রে জানা যায়, ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যেই ৫ হাজারের উপর টিকিট বিক্রি হয়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা। অন্যদিকে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের ভক্ত সংখ্যাও কম নয়। গতকাল সাররাত বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও টানা বৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত ম্যাচ মাঠে না গড়ালে দর্শকরা বঞ্চিত হবেন। সেই সঙ্গে মাশরাফিরা নিজেদের ঝালিয়ে নেওয়ার একটি সুযোগ হারাবেন।

উল্লেখ্য, প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটের দারুন জয় তুলে নেয়।
গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। তারই নেতৃত্বে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজও জিতেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার।
১৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে