শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ১০:৫২:৪৯

আজকের ম্যাচে বাংলাদেশ ও সিডনি থান্ডারের একাদশে থাকছেন কারা?

আজকের ম্যাচে বাংলাদেশ ও সিডনি থান্ডারের একাদশে থাকছেন কারা?

স্পোর্টস ডেস্ক: আজ (শুক্রবার) অস্টেলিয়ার সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর কিছুক্ষণ পরেই শুরু হবে এই ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ ও সিডনি থান্ডার্সের একাদশে থাকছেন কারা?

এর আগের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের স্মৃতি সঙ্গী করে সফরের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে আগামীকাল সিডনি থান্ডারের মুখোমুখি হবে বিসিবি একাদশ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

বিগ ব্যাশের গত আসরের চ্যাম্পিয়ন সিডনি থান্ডার। আসন্ন বিগ ব্যাশকে সামনে রেখে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচটি গুরুত্বসহকারে বিবেচনা করছে স্বাগতিকরা। তাই ইতোমধ্যে আগামীকালের ম্যাচের জন্য একাদশও ঘোষণা করে দিয়েছে সিডনি থান্ডার।

প্রস্তুতি ম্যাচটি সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সিডনি থান্ডার। সেই স্কোয়াডে রয়েছেন রায়ান গিবসন, ইয়ান মরগান, প্যাট কামিন্স, জ্যাক ডোরান, ক্রিস গ্রিনের মতো তারকারা।

এদিকে, সিডনি সিক্সার্সকে হারিয়ে বেশ ফুরফুরা মেজাজেই রয়েছে বাংলাদেশের ২৩ সদস্যের দলটি। বাংলাদেশ দল চাইবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতেও জয় তুলে নিতে। তাহলে এই ম্যাচে জয় পেলে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে।

সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলেনি বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কিন্তু থান্ডারের বিপক্ষে ঘোষিত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে।

বিসিবি একাদশ স্কোয়াড : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নূরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসাইন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মোর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, এবাদত হোসেন, তানভির হায়দার, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মারুফ।

সিডনি থান্ডারের স্কোয়াড : ফাওয়াদ আহমেদ, অ্যাইডেন ব্লিজার্ড, প্যাট কামিন্স, জ্যাক ডোরান, রায়ান গিবসন, ক্রিস গ্রিন, জে লেন্টন, কার্টিস প্যাটারসন, ইয়ন মরগান, নাথান অ্যালিস্টার ম্যাকডারমট, ক্লিন্ট ম্যাককে, অর্জুন নায়ার ও গুরিন্দার সান্ধু।
১৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে