শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ১১:৪৩:৫৩

বিপিএলে ফিক্সিং ইস্যুতে আরেকটি ভয়ঙ্কর তথ্য, অনুসন্ধানে নেমেছে আকসু

বিপিএলে ফিক্সিং ইস্যুতে আরেকটি ভয়ঙ্কর তথ্য, অনুসন্ধানে নেমেছে আকসু

স্পোর্টস ডেস্ক: শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। ছোট-খাট কিছু সমস্যা ছাড়া মোটামুটি ভালোই কেটেছে এবারের আসরটি। তবে আসরটিতে ফিক্সিং বিষয়ক আলোচনা হয়েছিল শুধুমাত্র রংপুর রাইডার্সকে ঘিরে। দল থেকে ছিটকে পড়া ক্রিকেটার জুপিটার ঘোষ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগ করেছিলেন ম্যানেজার সানোয়ার হোসেনের বিরুদ্ধে। যদিও সেখানেই শেষ নয়।

এবার বিপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন রংপুর রাইডার্সের আরও এক ক্রিকেটার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট চলাকালীনই ওই দেশীয় ক্রিকেটারের কাছে প্রস্তাব আসে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) অবহিত করেছিলেন। এসময় আকসুকে লিখিতভাবেও বিস্তারিত বিবরণ জানিয়েছিলেন রংপুরের ওই ক্রিকেটার।

এ বিষয়ে জানতে চাইলে রংপুরের ব্যবস্থাপনা মিজানুর রহমান বলেছেন, টুর্নামেন্ট শেষ হওয়ার পর বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে চিঠি দিয়ে আমাদের জানানো হয়েছে ফিক্সিং জাতীয় কিছুই হয়নি। তাই ওসব নিয়ে আমরা আর ভাবছি না।
১৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে