বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০২:২৯:১২

বিশ্বের সর্বোচ্চ দামি বেতনের খেলোয়াড় হচ্ছেন মেসি!

বিশ্বের সর্বোচ্চ দামি বেতনের খেলোয়াড় হচ্ছেন মেসি!

বিনোদন ডেস্ক: কাতালান ক্লাবটির সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ অবশ্য আশাবাদী আর্জেন্টাইন তারকার ন্যু ক্যাম্পে থাকার বিষয়ে।

শিগগিরই আলোচনায় বসার ইঙ্গিত দিয়ে জানিয়ে রাখলেন নতুন চুক্তিতে মেসি হতে যাচ্ছেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।

বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ, চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের বড় নামগুলো ইতিমধ্যে সেরে ফেলেছেন নতুন চুক্তি। রিয়ালের ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের সঙ্গে বার্সেলোনার নেইমার ও লুই সুয়ারেস নবায়ন করেছেন চুক্তি।

বাকি আছেন কেবল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়েই উঠেছে প্রশ্ন। কর জটিলতায় তিনি আর স্পেনে থাকতে চাইছেন না বলে খবর ছিল ‘মার্কা’র। তাই ২০১৮ সাল পর্যন্ত থাকা চুক্তি শেষ করেই মেসি ছেড়ে যেতে চাইছেন বার্সেলোনা।

এই ‍গুঞ্জন যখন ডালপালা মেলাতে শুরু করেছে, ঠিকই তখনই বার্তোমেউ বার্সা ভক্তদের আশস্ত করেছেন মেসির সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনায় বসার কথা জানিয়ে। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘কোনও সন্দেহ নেই শিগগিরই কিংবা পরে, যখনই হোক আমরা (মেসির) নবায়নের খুব কাছাকাছি যেতে পারব।’

সঙ্গে যোগ করলেন, ‘আশা করছি মেসি ওর খেলোয়াড়ি জীবনের শেষটা করবে এখানেই এবং এর পরও যোগাযোগ থাকবে ক্লাবের সঙ্গে। কোনও সন্দেহ নেই ও ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। আমরা ওর চুক্তি নবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

জানুয়ারিতে চুক্তি বিষয়ক আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন বার্তোমেউ, ‘মেসি বার্সেলোনার খেলোয়াড়, ও বার্সাকে হৃদয় দিয়ে অনুভব করে। আমার আসলে ওর সঙ্গে বসা দরকার (নতুন বছরে)।

আমার মনে হয় ও বুঝবে সবচেয়ে সেরা জায়গাতেই আছে ও।’ নতুন চুক্তিতে মেসি বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়ে পরিণত হবেন বলেও দিলেন ইঙ্গিত, ‘সংখ্যাটা আসলে আমি বলতে চাই না। যেহেতু ও বিশ্বের সেরা খেলোয়াড়, তাই সবকিছুতেই ওর বিশ্বসেরা খেলোয়াড় হওয়া উচিত, আর সেটা আর্থিকভাবেও
২১ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে