বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০৩:৪৩:১১

যে কারণে ভারতীয় ক্রিকেট দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার দেবে আইসিসি

যে কারণে ভারতীয় ক্রিকেট দলকে ১ মিলিয়ন মার্কিন ডলার দেবে আইসিসি

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-০ ব্যবধানে জিতে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলো ভারত।

চেন্নাইয়ে গতকাল ইনিংস ও ৭৫ রানে ব্যবধানে সফরকারী ইংল্যান্ডকে পরাজিত করে ভারত এই সিরিজ জয় করে।

চেন্নাইয়ে জয়ের মাধ্যমে ভারত ১২০ রেটিং পয়েন্ট নিয়ে বছর শেষ করেছে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ভারত পাঁচ পয়েন্ট অর্জন করেছে।

ভারতের বিপক্ষে সিরিজের আগে ইংল্যান্ড যেখানে দ্বিতীয় স্থানে ছিল সেখানে সিরিজে বিধ্বস্ত হয়ে পাঁচ নম্বরে নেমে গেছে। ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে হারের পরে সফরকারীরা চার পয়েন্ট হারিয়ে ১০৫ থেকে ১০১এ নেমে গেছে।

তারা এখন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার থেকে মাত্র এক পয়েন্ট পিছনে রয়েছে। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।

শীর্ষ র‌্যাঙ্কধারী দলটি আইসিসি’র থেকে মৌসুম শেষে পাবে ১ মিলিয়ন মার্কিন ডলার, দ্বিতীয় স্থানে থাকা দলটি ৫ লাখ মার্কিন ডলার ও তৃতীয় ও চতুর্থ স্থানে দলটি পাবে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ মার্কিন ডলার। টেস্টে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ।
২১ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে