বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০৪:২০:১৩

অভিজ্ঞ সাইফ-সজীবকে হারিয়ে দেখেশুনে ব্যাট করছেন আফিফ

অভিজ্ঞ সাইফ-সজীবকে হারিয়ে দেখেশুনে ব্যাট করছেন আফিফ

স্পোর্টস ডেস্ক: যুব এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ অনূধ্ব-১৯ ক্রিকেট দল।

শুরুতে ব্যাট করতে নেমেই শুভ সূচনা টাইগারদের। মাত্র ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২ রান।

ক্রিজে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ও মোহাম্মদ সজিব। দুইজন মিলে শুরুটা ভালো খেলেও ব্যক্তি ২০ রানে আউট হয়ে সাজঘরে ফিরতে যায় সাইফকে।

অধিনায়ক দেখাদেখি এর কিছু সময় পরই ১৮ রান নিয়ে সাজঘরে ফিরেন মোহাম্মদ সজীবও। এখন অভিজ্ঞ সাইফ-সজীবকে হারিয়ে দেখেশুনে ব্যাট করছেন আফিফ ও হাবিবুর রহমান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২টি উইকেট হারিয়ে ১৫ ওভার শেষে ৭২ রান। ক্রিজে আছেন হাবিবুর রহমান (৯) এবং আফিফ হোসেন (১৯) রান নিয়ে।

আজকের এ ম্যাচে জয় পেলেই বাংলাদেশ ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। গতকাল আফগানিস্তান ক্রিকেট দলকে বিশাল ব্যবধানে হারিয়ে চলমান যুব এশিয়া কাপের ফাইনাল খেলা নিশ্চিত করে ভারত।
২১ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে