বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০৫:১৭:৩৩

বাংলাদেশি ছাত্রদের সমর্থন দেখে মুগ্ধ নিউজিল্যান্ড ক্রিকেট, দিবেন উপহার

বাংলাদেশি ছাত্রদের সমর্থন দেখে মুগ্ধ নিউজিল্যান্ড ক্রিকেট, দিবেন উপহার

স্পোর্টস ডেস্ক: তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে।

২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজে বাংলাদেশি ছাত্রদের মাঠে টানতে বিশেষ উপহার দেয়ার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে ইতোমধ্যে একটি চিঠিও পাঠিয়েছে কিউই বোর্ড। চিঠিতে লিখেছে এভাবে, ‘বাংলাদেশ দল নিউজিল্যান্ডে আসার পর থেকে এখানে অবস্থানরত বাংলাদেশি ছাত্রদের সমর্থন দেখে মুগ্ধ নিউজিল্যান্ড ক্রিকেট। এই সমর্থনের স্বীকৃতি দিতে চাই।’

এ বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশ সমর্থকদের মাঝে দুটি ব্যাট বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। যে ব্যাট দুটোতে স্বাক্ষর থাকবে কিউই খেলোয়াড়দের, যারা ২০০৯/১০ মৌসুমে নিউজিল্যান্ডেই বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন।

এটা হতে পারে- ব্যাট দুটি নিলামে তোলা হবে অথবা বিশেষ কোনো সমর্থনের স্বীকৃতি হিসেবে সমর্থকদের মাঝে ব্যাট দুটি বণ্টন করা হবে। সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে উঠতে আমরা খুব ভালোবাসি ও স্বাচ্ছন্দ্যবোধ করি।

তাছাড়া নিউজিল্যান্ডের সামনে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেখানেও আমরা তাদের সমর্থন দেখতে চাই।
২১ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে