বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ০৫:৪৭:১৩

আশরাফুলের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভেঙে নিলেন তুষার

আশরাফুলের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভেঙে নিলেন তুষার

স্পোর্টস ডেস্ক: এতদিন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়ার মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল ও অলোক কাপালি। কিন্তু আজ হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আশরাফুলের সর্বোচ্চ সেঞ্চুরি গড়ার সেই রেকর্ডটি ভেঙে দিলেন ইমরান তুষার।

জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ডে ৩৩ বছর বয়সি ব্যাটসম্যান তুষার খুলনার হয়ে বরিশালের বিপক্ষেই তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরি।

আর এই সেঞ্চুরিতে দারুণ এক রেকর্ডও গড়েছেন তুষার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড যে এখন এককভাবে তারই।

এতদিন ১৮টি সেঞ্চুরি নিয়ে এতদিন রেকর্ডটা মোহাম্মদ আশরাফুল ও অলোক কাপালির সঙ্গে ভাগাভাগি করছিলেন তুষার। এবার সেটি তিনি নিজের করে নিলেন।

আজ বিকেএসপিতে ৮৪ বলে ফিফটি করা তুষার সেঞ্চুরি পূর্ণ করেন ১৭৯ বলে। ব্যক্তিগত ৯৯ থেকে তৌহিদুল ইসলামের বলে ২ রান নিয়ে ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক।

সেঞ্চুরির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি তুষার। মনির হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ১৯১ বলে ১২ চার ও এক ছক্কায় করেন ১০৮।
২১ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে