রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ১০:৩৩:২৬

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাহমুদুল্লাহ ও রুবেলের করা রেকর্ড এখনো ভাঙতে পারেনি কেউ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাহমুদুল্লাহ ও রুবেলের করা রেকর্ড এখনো ভাঙতে পারেনি কেউ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের ওয়ানডেতে শেষ ১০ ম্যাচের ৮টিতে জয়ের স্মৃতি বাংলাদেশের আর এক মাত্র জয়ের মালিক নিউজিল্যান্ড।

কিউইদের বিপক্ষে এই পর্যন্ত ২৫ ম্যাচে ব্যাট-বলে ব্যক্তিগত নৈপুণ্যের নিরিখে এগিয়ে রয়েছে টাইগার বাহিনীই। বিশেষে করে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ-রুবেলের গড়া রেকর্ড এখনো ভাঙতে পারেনি কেউ।

ব্যাট সর্বোচ্চ বড় ১২৮ রানের ইনিংসটি অলরাউন্ডার মাহমুদুল্লাহর। আর ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ডটি পেসার রুবেল হোসেনের। এই রেকর্ড এখনো রয়েছে।

পরস্পর সাক্ষাতে সর্বাধিক রানের তালিকায় শীর্ষ ১০ ব্যাটসম্যানের সাত জনই বাংলাদেশের। আর সফল বোলারের তালিকায় শীর্ষ ১০-এ রয়েছেন বাংলাদেশের পাঁচজন। ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটিও বাংলাদেশের।

২০০৮ সালের ১১ই জানুয়ারি মিরপুরে ওয়ানডে ম্যাচে তিনটি ক্যাচ লুফে নেন বাংলাদেশ দলের ফিল্ডার জুনাইদ সিদ্দিকী। ইংনিংসে তিন ক্যাচের কীর্তি নেই  নিউজিল্যান্ডের কোনো ফিল্ডারের।

দু’দলের পরস্পর পরিসংখ্যানে পার্টনারশিপের রেকর্ডেও শীর্ষ দুই কীর্তির একটি টাইগারদের। ১৯৯০ সালে শারজায় ১৫৮ রানের জুটি গড়েন দুই কিউই ওপেনার জন রাইট ও মার্টিন ক্রো।

আর ২০১৩ সালের অক্টোবরে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৪র্থ উইকেট জুটিতে ১৫৪ রানের কীর্তি মুশফিকুর রহীম-নাঈম ইসলামের।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে