রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ১১:৫০:৩৫

জন্মদিনে তাপস বৈশ্যকে বিসিবির স্বরণ, কোথায় হারিয়ে গেলেন তিনি?

জন্মদিনে তাপস বৈশ্যকে বিসিবির স্বরণ, কোথায় হারিয়ে গেলেন তিনি?

স্পোর্টস ডেস্ক: হয়তো নাম শুনে অনেকেই চমকে গিয়েছেন, বৈশ্য কোথায়? আজ তার জন্মদিন। শুভচ্ছো ও অভিনন্দন। ভক্তদের স্বরণ করে দিয়েই জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)। ২০১৩ সালে বাংলাদেশের সবচেয়ে সমালোচিত এই ক্রিকেটার ১৯৮২ সালের আজকের এই দিনে জন্ম গ্রহন করেন।

২০০৩ সালের কথা ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় হঠাৎ করেই ইনজুরিতে পড়েন মাশরাফি বিন মর্তুজা। তখন দলের এমন অবস্থা ছিলো মাশরাফির জায়গায় অন্য কেউ ভাবা যায় না। কিন্তু মাশরাফির সেই অভাব একটুও বুঝতে দেননি। বরং তার পর থেকে তিনিই পেস বোলিংয়ের নেতৃত্ব দেন। শাহাদাত এবং রাসেলের আবির্ভাবের পূর্বে তিনিই ছিলেন টাইগাদের পেস বোলিংয়ের ভরসা।

তাপস বৈশ্য ২১ টেস্ট ম্যাচ খেলে করেছেন ৩৮৪ রান। ইনিংসে সর্বোচ্চ ৬৬ রান। ৩৩৭০টি বল করে তাপসের শিকার ৩৬টি উইকেট। সেরা ৭২ রানে ৪ উইকেট।৫৬টি ওয়ানডে খেলা তাপসের রান ৩৩৬। ইনিংসে সর্বোচ্চ ৩৫*। ওয়ানডেতে তার শিকার ৫৯টি উইকেট। সেরা ১৬ রানে ৪ উইকেট।এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮৫টি ম্যাচ খেলে ১৮৭৮ রান করার পাশাপাশি নিয়েছেন ১৯২ উইকেট। লিস্ট এ ম্যাচ খেলেছেন ১১৯টি। রান করেছেন ৮৯০, উইকেট ১৩৭টি।

২০০২ সালের ২৮ জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল তাপসের। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৫ সালের ৩ জুন, ইংল্যান্ডের বিপক্ষে, চেস্টার-লি-স্ট্রিটে।২০০২ সালের ৪ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতেই ওয়ানডে ক্রিকেট অভিষেক ঘটেছিল তাপসের। আর সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০০৭ সালের ৩১ মার্চ, অস্ট্রেলিয়ার বিপক্ষে নর্থ সাউন্ডে।
২৫ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে