সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৪:১৬:০৮

মুস্তাফিজকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

মুস্তাফিজকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সকাল থেকেই মেঘে ঢাকা ক্রাইস্টচার্চের আকাশ। কালো মেঘ অবশ্য নয়, ধূসর ঘন মেঘ। সঙ্গে গা কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা বাতাস। কিউইদের গ্রীষ্মেও বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে প্রতিকূল কন্ডিশনে। সঙ্গে যোগ হয়েছিল টসে হার। তবে নিউ জিল্যান্ডের সিদ্ধন্ত বাংলাদেশকে দিয়েছে স্বস্তি।

টস জিতে ব্যাটিং নিয়েছেন কেন উইলিয়ামসন। মাশরাফি বিন মুর্তজা টসের সময় জানালেন, জিতলে তিনি বেছে নিতেন বোলিং। মোসাদ্দেক হোসেন ও তানভির হায়দারের মধ্যে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে মোসাদ্দেকের ওপরই। মাশরাফি-মুস্তাফিজের সঙ্গে তৃতীয় পেসার তসকিন আহমেদ। প্রয়োজনে কাজ চালাবেন সৌম্য সরকার।

দুদিন আগেও উইকেটে ছিল বেশ ঘাস। তবে ছেঠে ফেলা হয়েছে প্রায় সবই। ম্যাচের দিন উইকেট বাদামি থেকে প্রায় সাদা। টস রিপোটে ধরাভাষ্যকার বললেন, দারুণ ব্যাটিং উইকেট হবে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউ জিল্যান্ড দল: মার্টিন গাপটিল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, নিল ব্রুম, জেমস নিশাম, কলিন মানরো, লুক রনকি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

দেশের বাইরে উন্নতি প্রমাণের পরীক্ষা: ঘরের মাটিতে সফল বাংলাদেশ কিন্তু বাইরে? চেনা কন্ডিশনের বাইরে কেমন করবেন মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমরা সেই প্রশ্ন গত কিছু দিন ধরে উঠছে। সেই পরীক্ষার সিরিজে কঠিন প্রতিপক্ষই পেয়েছেন তারা। নিউ জিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে কখনও জেতেনি তারা।

শুরুতে নজর বাংলাদেশ: প্রথম ম্যাচটায় ভালো করে পুরো সফরের সুরটা ঠিক করে নিতে চায় বাংলাদেশ। সিরিজ জয়ের পথে এগিয়ে যেতে প্রথম ওয়ানডেতে জিততে চান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মানসিকভাবে এগিয়ে থাকতে বক্সিং ডে ম্যাচের দিকে তাকিয়ে কোচ চন্দিকা হাথুরুসিংহে।

সেরা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ: টানা খেলার মধ্যে আছে দল, মিলেছে পর্যাপ্ত বিশ্রামও। অস্ট্রেলিয়ায় হয়েছে প্রস্তুতি ক্যাম্প। হাতে সময় নিয়ে নিউ জিল্যান্ডে এসেছে দল। খেলোয়াড়দের প্রায় সবাই ছন্দে আছে- সফরের জন্য নিজেদের প্রস্তুতিতে খুশি চন্দিকা হাথুরুসিংহে ও মাশরাফি বিন মুর্তজা।

অতীত পিছনে ফেলে নতুন ইতিহাসের লক্ষ্য: দুঃস্বপ্নের নিউ জিল্যান্ডে সুখস্মৃতির খোঁজে আছেন মাশরাফি বিন মুর্তজা। ২০০১ সালের সফর দিয়ে চোটের সঙ্গে সখ্য শুরু তার। সেখানে ফিরে এবার তার চোখে জয়ের স্বপ্ন। নিউ জিল্যান্ডে স্বাগতিকদের কাছে আগের সাত ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এবার চিত্রটা পাল্টাতে চান, জয় শুরু করতে চান এবারের সিরিজ থেকেই। 

সিদ্ধান্ত মুস্তাফিজের: শেষ আন্তর্জাতিক ম্যাচ যাদের বিপক্ষে খেলেছিলেন সেই নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়েই মুস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিশ্চিত। ফিজিও ডিন কনওয়ে এরই মধ্যে দিয়েছেন খেলার সবুজ সংকেত। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা তরুণ পেসারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে দিয়েই ফিরবেন কি না সিদ্ধান্ত নেবেন ২১ বছর বয়সী বাঁহাতি পেসারই। নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।   

মোসাদ্দেক না তানভীর: এক জন অফ স্পিন অলরাউন্ডার অন্য জন লেগ স্পিন অলরাউন্ডার। প্রথম ওয়ানডের একাদশ সাজাতে দুই জনের মধ্যে একজনকে বেছে নিতে হবে বাংলাদেশকে। অভিষেক হবে লেগ স্পিনার তানভীর হায়দারের নাকি বিদেশে প্রথমবারের মতো খেলার সুযোগ মিলবে তরুণ মোসাদ্দেক হোসেনের?

আক্রমণাত্মক খেলবে নিউ জিল্যান্ড: স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে তার দল। অতিথি ব্যাটসম্যানদের চাপে রাখতে পেসারদের তাতিয়ে রেখেছেন তারা। নিউ জিল্যান্ডের কন্ডিশনে ভীষণ বিপজ্জনক ট্রেন্ট বোল্ট, টিম সাউদি তো আছেনই। লকি ফার্গুসনের গতিও চ্যালেঞ্জ হতে পারে তামিম ইকবালদের জন্য।

সবুজ থেকে বাদামি ক্রাইস্টচার্চের উইকেট: কোন রহস্য নিয়ে অপেক্ষায় হ্যাগলি ওভালের ২২ গজ? রহস্যময় না হলেও বাংলাদেশের কোচ ও অধিনায়কের কাছে এই পিচ অনেকটাই বহুরূপী। প্রতিদিনই বদলাচ্ছে রঙ-রূপ!-বিডিনিউজ

২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে