সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৬:০৮:৩২

প্রতিরোধ ভাঙলেন সাকিব

প্রতিরোধ ভাঙলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: জীবন পাওয়ার সুবিধা কাজে লাগাতে পারেননি নিল ব্রুম। সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। সাকিবের আগের ওভারে ১৭ রানে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন তিনি।২৫তম ওভারে ব্রুম ফিরে যাওয়ার সময় নিউ জিল্যান্ডের সংগ্রহ ১৩৪/৩।

ঘরের মাঠে ল্যাথামের অর্ধশতক: ২৪তম ওভারে ঘরের মাঠে অর্ধশতকে পৌঁছান টম ল্যাথাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২, ৪, ২৮ রানের তিনটি ইনিংস খেলা নিউ জিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান ৫৫ বলে দুটি চার ও একটি ছক্কায় পঞ্চাশ স্পর্শ করেন।

ব্রুমকে জীবন দিলেন মাহমুদউল্লাহ: সাকিব আল হাসানের বলে নিল ব্রুমের সহজ ক্যাচ হাতে পেয়েও তালুবন্দি করতে পারেননি মাহমুদউল্লাহ। ২০১৩ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো নিউ জিল্যান্ডের হয়ে খেলতে নামা ব্রুম লংঅফে ক্যাচ দেওয়ার সময় ১৭ রানে ব্যাট করছিলেন।

উইলিয়ামসনকে ফেরালেন তাসকিন: দ্রুত রান সংগ্রহ করতে থাকা কেন উইলিয়ামসনকে ফেরান তাসকিন আহমেদ। পঞ্চদশ ওভারে অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে মুশফিকুর রহিমকে সহজ ক্যাচ দেন নিউ জিল্যান্ড অধিনায়ক।৩৬ বলে ৫টি চারে ৩১ রান করেন উইলিয়ামসন ফিরে যাওয়ার সময় স্বাগতিকদের স্কোর ৭৯/২।

মাইলফলকে নিউ জিল্যান্ড অধিনায়ক: ওয়েস্ট ইন্ডিজের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজের সমান ৯৬ ইনিংসে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই দুই জনের চেয়ে কম ইনিংসে ওয়ানডেতে চার হাজার রান ছুঁয়েছেন কেবল হাশিম আমলা (৮১), ভিভ রিচার্ডস (৮৮) ও বিরাট কোহলি (৯৩)।  

প্রথম শিকার মুস্তাফিজের: ঝড় তোলার আগেই মার্টিন গাপটিলকে (১৯ বলে ১৫) ফেরান মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের লেগ স্টাম্পের বাইরের স্লোয়ার বল জায়গা করে নিয়ে উড়াতে চেয়েছিলেন স্বাগতিকদের বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান। মোটেও টাইমিং হয়নি, আকাশে উঠা বল মিডঅনে সহজেই তালুবন্দি করেন সৌম্য সরকার।-বিডিনিউজ

২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে