সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৬:৩১:২৬

সাকিবের জোড়া আঘাতে চাপে কিউইরা

সাকিবের জোড়া আঘাতে চাপে কিউইরা

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের শিবিরে জোড়া আঘাত হেনেছেন বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসান। নেইল ব্রুমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর জেমস নিশামকে একই ফাঁদে ফেলেন তিনি। ফলে দারুণভাবে খেলায় ফিরে এসেছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান। একপ্রান্তে দারুণ ব্যাটিং করে ৬৭ রানে অপরাজিত আছেন লাথাম। আর নতুন ব্যাটসম্যান কলিন মুনরো উইকেটে আছেন ১৬ রান নিয়ে। সাকিবের করা ২৯তম ওভারের চতুর্থ বলে পরাস্ত হন নিশাম। বল লেগ স্ট্যাম্পে থাকলেও ফুলার লেন্থে থাকায় আউট হন তিনি।

এর আগে ২৫তম তৃতীয় বলে ফ্লিক করতে গিয়ে পরাস্ত হন ব্রুম। সাকিবের কুইকার বল ঠিক মত বুঝতে না পারায় সাজঘরমুখী হতে হয় তাকে। তবে আরও আগেই ফিরে যেতে পারতেন তিনি। সাকিবের আগের ওভারেই ব্রুমের সহজ ক্যাচ ছেড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে সোমবার ভোরে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথাম। প্রথম পাঁচ ওভারে ৩১ রান সংগ্রহ করে তারা। তবে ষষ্ঠ ওভারে গাপটিলকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচ আনেন মোস্তাফিজ। মোস্তাফিজের স্লোয়ার বল টাইমিংয়ে হের ফের করে আকাশে উঠিয়ে দেন গাপটিল। আর মিড অফে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকার সে ক্যাচ সহজেই লুফে নেন।

এরপর ১৫তম ওভারের দ্বিতীয় বলটিতে একটু বেশি বাউন্স পেয়েছিলেন তাসকিন। আর তাতেই কাট করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহীমের হাতে ধরা পড়েন কিউই অধিনায়ক। তবে আউট হবার আগে ৩৬ বলে ৩১ রান করেছেন তিনি।-জাগোনিউজ

২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে