সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৮:০৫:৩৬

টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল নিউজিল্যান্ড

টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : যা ভাবা হয়েছিল উইকেট ঠিক সেরকমই আচরণ করল। হাই স্কোরিং ম্যাচের দিকেই গেল হ্যাগলি ওভালের প্রথম ওয়ানডে ম্যাচ। টসে জিতে ব্যাট করতে নেমে এখন রানের পাহাড় গড়ছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩৪১ রান।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া বল হাতে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের দ্বিতীয় শতক পেয়েছেন টম ল্যাথাম। ১০০ বলে ৫ চার এবং ৩ ছক্কায় তিনি তিন অংকে পৌঁছান। এছাড়া কলিন মানরো পঞ্চাশে পৌঁছান ছক্কা হাঁকিয়ে। ৪৪ বলে তিনটি করে ছক্কা-চারে আসে বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যানের তৃতীয় অর্ধশতক।

কিউইদের দলীয় ৩৩ রানে প্রথম আঘাত হেনে ভালো কিছুর ইঙ্গিত দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার শিকার হয়ে ফিরে যান বিপজ্জনক মার্টিন গাপটিল (১৫)। এরপর ল্যাথাম এং অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৮ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন।   ব্যক্তিগত ৩১ রানে তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহীমের হাতে ক্যাচ দিয়ে ফিরেন উইলিয়ামসন।

কিন্তু নিজের ইনিংসকে এগিয়ে নিতে থাকেন টম ল্যাথাম। নেইল ব্রুমের সঙ্গে তিনি ৫৫ রানের জুটি গড়েন। এই জুটি ভেঙে নিজের উইকেট শিকারের খাতা খোলেন সাকিব আল হাসান। নেইল ব্রুমকে (২২) তিনি  এলবিডাব্লিউ করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরপর তার দ্বিতীয় শিকার হন জেমস নিশাম। এর মধ্যেই ৫৬ বলে ৫০ রান পূরণ করেন টম ল্যাথাম। কলিন মুনরোর সঙ্গে তার ১৫৮ রানের জুটিটাই মূলত কিউইদের ম্যাচে ফেরায়।-কালের কন্ঠ

২৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে