সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৮:০০

নিউজিল্যান্ডের পুরো স্টেডিয়াম যেন ছোট্ট এক খন্ড বাংলাদেশ!

 নিউজিল্যান্ডের পুরো স্টেডিয়াম যেন ছোট্ট এক খন্ড বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক:  শুধু মাঠে নয় পুরো স্টেডিয়াম জুড়ে টানটান উত্তেজনা। পাশ্চাত্যে আজ বক্সিং ডে ভ্যাকেশন চলছে। তাই গ্যালারিতে দর্শক যে বেশি হবে তা আগেই অনুমান করা গিয়েছিল।

সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও অনুমান শেষ পর্যন্ত সঠিক হলো। প্রথম ওয়ানডেতে হ্যাগলি ওভালের গ্যালারি ভরে উঠল ক্রিকেপ্রেমীদের পদচারণায়।

টসে জিতে ব্যাট করতে নেমে সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড। দারুণ সেঞ্চুরি করেছেন টম ল্যাথাম। সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়েছেন মনরো। রেকর্ড গড়ে ৪ হাজারী ক্লাবে পৌঁছেছেন অধিনায়ক উইলিয়ামসন। তাই কিউই সমর্থকদের জন্য গ্যালারিতে আসাটা বৃথা যায়নি।

শুধু কি কিউই সমর্থকরাই এসেছেন? মোটেই না। দেশকে সমর্থন দিতে মাঠে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা। কেউ এসেছেন দল বেঁধে। কেউ পরিবার পরিজন নিয়ে। সবার মাঝেই উৎসব উৎসব ভাব।

গালে মুখে জাতীয় পতাকা এঁকে, কিংবা হাতে জাতীয় পতাকা নিয়ে এসেছেন প্রিয় দলকে সমর্থন দিতে।  হ্যাগলি ওভালের স্টেডিয়াম যেন ছোট্ট এক খন্ড বাংলাদেশ!

একজন বললেন, তিনি এসেছেন কাটার মাস্টারকে কাছ থেকে দেখতে। ক্রিকেট প্রেমীদের আনন্দে ভরিয়ে দিয়ে আজ মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান। উইকেট ও নিয়েছেন দুটি।
২৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে