সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪৮:০৯

বাংলাদেশকে এবার মরণ ফাঁদে ফেললেন সৌম্য সরকার

বাংলাদেশকে এবার মরণ ফাঁদে ফেললেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক:  সৌম্য সরকার একটি নাম। হতেও পারেন একটি বড় ইতিহাস। আন্তর্জাতিক ম্যাচে একের পর এক বাংলাদেশকে বড় বিপদে ফেলার খলনায়ক হচ্ছেন তিনি।

হয়তো তিনি চাচ্ছেন না বাংলাদেশ তার কারণে বিপদের মুখে পড়ুক। কিন্তু তার সামর্থ্যর কারণে বিপদেই পড়েছে বাংলাদেশ টিম। বিসিবির আস্থা ভাজন সৌম্য বাংলাদেশকে ফের মরণ ফাঁদে ফেললেন।

কিউই বোলারদের বলের গতিবিধি বুঝতেই পারলেন না তিনি। ইমরুল কায়েসের আউটের পর সৌম্য সরকার ব্যাটিংয়ে নামেন। ৮টি বল খেলেন তিনি।

৮টি বল খেলে মাত্র ১টি রান করতে পেরছেন তিনি। এর পরেই তার ফেবারেট আসনে ফিরে যান সৌম্য সরকার। সৌম্যর বিদায়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ টিম।

নিউজিল্যান্ডের পেস বোলারদের বিপক্ষে মোটেই কথা বলেনি সৌম্য সরকারের ব্যাট। এর আগে ওপেনিংয়ে নেমে ম্যাচের পর ম্যাচ ব্যর্থতার বৃত্তে থেকেছেন সৌম্য। যার মাসূল দিয়েছে বাংলাদেশের ক্রিকেট।

এবার ওয়ানডাউনে ব্যাটিং করতে নেমেও ব্যর্থ সৌম্য। এর আগে অনেকেই দাবি তুলেছেন সৌম্যকে বিশ্রামে নেয়া দরকার। কিন্তু বিসিবির কোচ ও নির্বাচক মুগ্ধতা খুঁজে পান সৌম্যতে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তার এই ব্যাটিং ও টানা ব্যর্থতা নিয়ে এখন তারা কি বলেন সেটাও হয়তো জানা যাবে।  
২৬ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে