মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৪:৪৩:১০

তার জন্য নিজেকে খুন করতে পারবো না : নেইমার

তার জন্য নিজেকে খুন করতে পারবো না : নেইমার

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের ব্যালন ডি’অরের দৌড়ে মেসি-রোনালদোর পরে অবস্থান ছিল ব্রাজিল তারকা নেইমারের। তবে এতে বিন্দু মাত্রও আফসোস নেই নেইমারের। ব্রাজিলকে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জেতানো নেইমার বলেছেন, ‘বার্সেলোনায় আমি খুব সুখী। এই দল ও জীবন নিয়ে আমি খুশি।’

ব্রাজিলিয়ান তারকায় ভাষায়, তিনি পুরস্কার নয় বরং নিজের মনের আনন্দের জন্য ফুটবল খেলেন। নেইমার এখনো ব্যালন ডি’অর কিংবা ফিফার বর্ষসরো পুরস্কার জিততে পারেননি। তবে শীর্ষ তিনে ছিলেন একাধিকবার।

নেইমার বলেন, ‘বার্সেলোনার আমি অনেক খুশি। এই দল এবং এই জীবন নিয়ে আমি আনন্দিত। অবশ্যই ব্যালন ডি’অর জেতা আমার একটি লক্ষ্য। তবে এটা জেতার জন্য আমি নিজেকে খুন করতে পারবো না।’

২৪ বছর বয়সী এ স্ট্রাইকার আরো বলেন, ‘আমি ব্যালন ডি’অরের জন্য ফুটবল খেলি না। আনন্দের জন্য খেলি। আমি ফুটবল খেলতে ভালবাসি তাই ফুটবল খেলি। কখনো ব্যালন ডি’অর জিততে না পারলে কোনো সমস্যা নেই। ব্যালন ডি’অর জেতা বড় প্রাপ্তি। তবে দুঃখের কথা হলো- এই পুরস্কার বছরে মাত্র একজন জিততে পারে। আর তার জন্য লিওনেল মেসি-ই সেরা।’  

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এবারের ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি হয়েছেন দ্বিতীয়। আর সাংবাদিকদের ভোটের ভিত্তিতে নেইমার ছিলেন পঞ্চম স্থানে।২৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে