মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৫:১৫:৩০

পাকিস্তানের আজহার আলীর সামনে ৪৪ বছরের পুরনো রেকর্ড ভাঙার হাতছানি

পাকিস্তানের আজহার আলীর সামনে ৪৪ বছরের পুরনো রেকর্ড ভাঙার হাতছানি

স্পোর্টস ডেস্ক: অভিষেকের পরেই গ্রেটদের পথে হেঁটে চলছেন পাকিস্তানের ব্যাটসম্যান আজহার আলী। রানের ফোয়ারা বইছে তার ব্যাটে। মেলবোর্ন টেস্টেও তার ধারাবাহিকতা অব্যাহত আছে। বৃষ্টিবিঘ্নিত এই টেস্টের দুই দিনই ব্যাট করেছেন আজহার।

এখনও অপরাজিত আছেন ১৩৯ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৮৭ বল মোকাবেলা করে ১২টি চারের সাহায্যে ১৩৯ রানের অনবদ্য ইনিংসটি সাজান পাকিস্তানি এই ওপেনার। এখন তো আজহারের সামনে হাতছানি রয়েছে ৪৪ বছরের পুরনো রেকর্ড ভাঙার। কী সেই রেকর্ড?

এই ইনিংসে আর মাত্র ২০ রান করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের হয়ে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি খেলার রেকর্ড গড়বেন আজহার। এর আগে ১৯৭২ সালে এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই মাজিদ খানের ১৫৮ রানের ইনিংসটি এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানি ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ টেস্ট-সংগ্রহ।
২৭ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে