মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৭:৪৫:৫০

এক ইনিংসেই ওলট-পালট করে দিলেন ক্রিকেটের বিশ্বরেকর্ড

এক ইনিংসেই ওলট-পালট করে দিলেন ক্রিকেটের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখনও ভুলেনি করুন নায়ারের ট্রিপল সেঞ্চুরির সেই স্মৃতিটা। সপ্তাহ না ফুরাতেই আরেকটি ট্রিপল সেঞ্চুরির খবর পেলেন তেরঙ্গার ভক্তরা।

এবার ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর রঞ্জি ট্রফিতে উড়িষ্যার বিপক্ষে অপরাজিত ৩৫৯ করে বিশ্বরেকর্ড করেছেন গুজরাটের ব্যাটসম্যান সমিত গোয়েল।

সমিত মঙ্গলবার ভেঙে দিয়েছেন ১১৭ বছর আগে করা ওপেনার হিসেবে সবোর্চ্চ রানের রেকর্ডটি। ১৮৯৯ সালে ওভালে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ৩৫৭ রান করেন ববি এবেল। ৫১৫ মিনিট খেলা ববি এবেলের ইনিংসটিই এতোদিন কোন ওপেনারের সবোর্চ্চ রানের রেকর্ড ছিল।

৯৬৪ মিনিট ও ৭২৩ বলে ৩৫৯ রানে অপরাজিত থেকে এবেলের সেই রেকর্ডকে পেছনে ফেললেন সমিত। ট্রিপল সেঞ্চুরি করে ক্রিকেটের আর একটি বিরল রেকর্ডের মালিক হলেন তিনি।মাত্র চতুর্থ ওপেনার হিসেবে আদ্যোপান্ত ব্যাটিং করে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি।

তিন দিন ধরে ব্যাটিং করছেন গুজরাটি এই ব্যাটসম্যান। তৃতীয় দিন ৮ উইকেটে ১৮৪ রানে ব্যাটিং শুরু করে উড়িষ্যা। স্কোরবোর্ডে আর ১৬৫ রান যোগ হতেই গুটিয়ে যায় উড়িষ্যার ইনিংস। এরপরই শুরু হয় সমিত অধ্যায়। তৃতীয় দিনের বাকি সময়টুকুতে ব্যাট করে ১১০ রানে অপরাজিত ছিলেন তিনি।

চতুর্থ দিন নিজের নামের সাথে আরও ১৫১ রান যোগ করে ২৬১ রানে অপরাজিত ছিলেন সমিত। আর শেষদিন করলেন ৯৮ রান। সব মিলিয়ে ৭২৩ বল খেলে ৩৫৯ রান করে অপরাজিত থাকলেন সমিত গোয়েল। ক্রিকেটে তার চেয়ে বেশি খেলার রেকর্ডও অনেক নেই।

পরিসংখ্যান বলছে, ১৯৩৮ সালে অস্ট্রলিয়ার বিপক্ষে স্যার লেন হাটন ৮৭৪ বলে ৩৬৪ রান করেন। এই সময় ৭৯৭ মিনিট অপরাজিত ছিলেন হাটন। ৬২ বছর ধরে ওটাই সবচেয়ে বেশি সময় ব্যাটিং করার রেকর্ড ছিল।

তবে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে হাটনের রেকর্ড ভাঙেন স্টিফেন কুক। ৩৯০ রান করার পথে ৮৩৮ মিনিট অপরাজিত ছিলেন এই প্রোটিয়া। ৯৬৪ মিনিট খেলে কুককেও ছাড়িয়ে গেলেন সমিত।
২৭ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে