মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৫:৫০

আইসিসির শাস্তিতে এক বছর নিষিদ্ধ জিম্বাবুয়ের ক্রিকেটার

আইসিসির শাস্তিতে এক বছর নিষিদ্ধ জিম্বাবুয়ের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে জিম্বাবুয়ের পেসার ব্রায়ান ভিটোরিকে।

গত ২৭ নভেম্বর বুলাওয়েতে শ্রীলংকার বিপক্ষে সিরিজে ভিটোরির বোলিং এ্যাকশন নিয়ে অভিযোগ আনা হয়। অভিযোগে উল্লেখ করা হয় ভিটোরির কিছু কিছু ডেলিভারিতে কনুই ১৫ ডিগ্রির বেশী ঘুরে যাচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রথম তাকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বোলিং এ্যাকশন শুধরে পুনরায় জুনে তিনি ফিরে আসেন।

নতুন শাস্তিতে ভিটোরি আপীল করার সুযোগ পাবেন। কিন্তু নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পরেই কেবল বোলিং এ্যাকশন শোধরানো পরীক্ষা দিতে যেতে পারবেন।

জিম্বাবুয়ের জাতীয় দলের জার্সি গায়ে ভিটোরি চারটি টেস্ট, ২০টি ওয়ানডে ও ১১টি টি২০ ম্যাচ খেলে সব মিলিয়ে ৪৫টি উইকেট দখল করেছেন।
২৭ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে